ধনেখালি: সন্দেশখালি কাণ্ডে (Sandeshkhali incident) বিজেপি (BJP) বাংলার সম্মান সবার সামনে নষ্ট করেছে এই অভিযোগ জানিয়ে তাদের উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC leader Abhishek Banerjee)।
শুক্রবার হুগলি লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করতে গিয়ে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন তিনি। সন্দেশখালিকাণ্ডে ফের বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন,"২ হাজার টাকার বিনিময়ে সন্দেশখালির মহিলাদের সম্মান লুন্ঠন করেছে। সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ করানো হয়েছে। বাংলার সম্মান বিক্রি করে দিয়েছে বিজেপি। আপনি আমাকে বলুন যারা ১০-১৫টা ভোটের বিনিময়ে বাংলার সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছেন তাদের কি ক্ষমতায় আনবেন? অন্যদিকে তাদের নেত্রী কোচবিহারে রাজ্য নেতৃত্বের সামনে জনসভা থেকে প্রকাশ্য বলছে তারা ক্ষমতায় এলে লক্ষ্ণীর ভাণ্ডার তুলে দেবেন। আপনারা কী এদের ভোট দেবেন? আমরা জানি মাতৃশক্তি, নারীশক্তি যাঁদের সঙ্গে থাকে তাঁদের কোনওদিন কোনও ষড়যন্ত্র, কোনও চক্রান্ত পরাস্ত করতে পারে না। না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না।"
কেন্দ্রে বিজেপি সরকারের মেয়াদ আর ২ সপ্তাহ বলে দাবি করে তিনি বলেন, "এই জনবিরোধী আর বাংলাবিরোধী বিজেপি সরকারের মেয়াদ হচ্ছে আর ২ সপ্তাহ। ওদের বিদায় ঘণ্টা বেজে গেছে। আগামী ৪ জুন দেশে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংবেদনশীল ও প্রগতিশীল নতুন সরকার প্রতিষ্ঠা হতে চলেছে। সেই সরকারে বাংলার মানুষ যাতে বসে আপনাদের অধিকারকে সুনিশ্চিত করতে পারে সেটাই আমাদের দেখতে হবে। আগামী ২০ তারিখ যখন আপনারা ভোট দিতে যাবেন তখন এটা বিজেপি যেভাবে বাংলার সঙ্গে বঞ্চনা করেছে, সারা দেশে কৃষকদের হেনস্থা করেছে তার যোগ্য জবাব দেবেন।"
লকেটকে রিপোর্ট কার্ড প্রকাশের চ্যালেঞ্জ করে অভিষেক আরও বলেন, "হুগলির উন্নয়নের জন্য কী করেছেন লকেট? গত পাঁচ বছরে কী করেছেন তিনি। পাঁচ বছরে ধনেখালিতে এসে একটা সভা পর্যন্ত করেননি তিনি। উন্নয়ন তো অনেক দূরের কথা। আপনাকে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি, ২৪ ঘণ্টার মধ্যে একটা সভা করে দেখান গত পাঁচ বছরের কেন্দ্রের কী কী সুবিধা এখানকার মানুষের জন্য এনে দিয়েছেন তিনি। আমিও তথ্য দিয়ে দেখাব আমরা এই এলাকার জন্য কী করেছি। ১০০ দিনের কাজের টাকাও দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের। কিন্তু, দিয়েছি আমরা রাজ্য সরকারের তরফে।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।