পটনা: বিহারে মহাগঠবন্ধনের আসনরফা চূড়ান্ত হল অবশেষে। জোটের নেতাদের দীর্ঘ আলোচনার পর শুক্রবার পটনায় ঘোষণা করা হল, মহাগঠবন্ধনের প্রধান শরিক লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ২০টি, কংগ্রেস ৯টি, আরএসএলপি ৫ ও জিতনরাম মাঝির নেতৃত্বাধীন হিন্দুস্তান আওয়াম মোর্চা-এস তিনটি আসনে লড়বে। বিকাশশীল ইনসাফ পার্টি তিনটি আসনে প্রার্থী দেবে। আরজেডি-র কোটা থেকে সিপিআইএমএল লিবারেশন লড়বে একটি কেন্দ্রে।
মহাগঠবন্ধন নেতৃত্বের আরও ঘোষণা, শরদ যাদব আরজেডি-র প্রতীক লন্ঠনে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন, এমনকী ভোটের পর নিজের দল লোকতান্ত্রিক জনতা দলকে লালুর দলে মিলিয়ে দেবেন বলেও ঠিক করেছেন। আরজেডি নেতা মনোজ ঝা সাংবাদিক বৈঠকে জানান, বিহার থেকে এবার রাজ্যসভার যে প্রথম আসনটি খালি হবে, সেখানে কংগ্রেস প্রার্থী দাঁড় করানো হবে।
আসনরফা নিয়ে শেষ মূহূর্তের জটিলতা কাটাতে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল কংগ্রেস ও মহাগঠবন্ধনের অন্য শরিক নেতাদের। শোনা যাচ্ছিল, আরজেডি কংগ্রেসকে জানিয়েছে, ১১টি নয়, ৯টিতে তারা প্রার্থী দিক। আরএসএলপি, জিতনরামের দলকে আরও আসন দেওয়ার পক্ষপাতী ছিল তারা, যা মানতে চায়নি কংগ্রেস। এছাড়া কংগ্রেসকে তারা কাটিহার, দ্বারভাঙা, মোতিহারি, বাল্মিকীনগরে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেও বলে। আবার আরএসএলপি-ও কারাকাত কেন্দ্রটি চাইছিল, যেখানে লড়তে চেয়ে গত কয়েক মাস ধরেই তৈরি হচ্ছিল আরজেডি। শেষ পর্যন্ত ৯টি আসনেই রাজি হয় কংগ্রেস।
বিজেপি-এনডিএ বিহারে তিন শরিকের জন্য বরাদ্দ আসনগুলি ঘোষণার ৬ দিন বাদে আজ মহাগঠবন্ধনের আসনরফার কথা জানাল। এনডিএ জোটের দুই প্রধান শরিক বিজেপি ও জেডি (ইউ) ১৭টি করে আসনে, আরেক শরিক লোকজনশক্তি পার্টি (এলজেপি) ৬টি আসনে লড়ছে।
বিহারে ভোটগ্রহণ হবে সাত দফায়।