মুম্বই: ট্যুইটারে শাহরুখ নিয়ে আপত্তিকর বিষয়ে লাইক করণ জোহরের! যা দেখার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেরই প্রশ্ন, তাহলে কি দুই বন্ধুর সম্পর্কে চিড় ধরল? যেখানে করণ বরাবরই শাহরুখ নিয়ে একটু বেশিই স্পর্শকাতর, সেখানে দেখে শুনে কীভাবে অভিনেতার বিরুদ্ধে কোনও বিষয়ে ইন্ধন জোগালেন তিনি? বিশেষ করে শাহরুখ ফ্যানরা করণের এমন আচরণে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছে। পরিচালক তথা প্রযোজক করণ জোহরকে বিষধর সাপ বলেও আক্রমণ করে কেউ কেউ। ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে ‘শেমঅনকরণজোহর’ হ্যাশট্যাগ।
এই ঘটনায় বন্ধুর পাশে দাঁড়িয়ে আসরে নামেন খোদ কিং খান। রসিকতা করে শাহরুখ নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, করণ জোহর ‘টেকনিক্যালই চ্যালেঞ্জ’। সঙ্গে তিনি এও লেখেন, প্রযুক্তিতে প্রতিবন্ধকতা থাকলেও করণ জোহর পোশাক পছন্দের বিষয়ে বেশ পারদর্শী। এখানেই শেষ নয়। বন্ধু করণের হয়ে শাহরুখ লেখেন, “জীবনের মতোই ট্যুইটারও কোনও নির্দেশ মেনে চলে না, তাই ভুল হতেই পারে। বিষয়গুলোকে সহজভাবে দেখতে হবে। বিরোধ নয়, আরও আরও ভালবাসো। এতেই আনন্দ।”
যদিও করণের সাফাই, তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে প্রযুক্তিগত সমস্যার কারণেই এই অনভিপ্রেত সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। ট্যুইটারে অদ্ভুত্ সব কাণ্ড ঘটছে বলেও দাবি করেছেন তিনি। “যদি অনভিপ্রেত কিছু ঘটে থাকে তাহলে ক্ষমা করবেন। যত শীঘ্র সম্ভব, সমস্যা সমাধানের চেষ্টা করছি”, ট্যুইট করেছেন করণ জোহর।
তবে এতেও ড্যামেজ কন্ট্রোল হয়নি। ফ্যানরা শাহরুখকে পরামর্শ দিয়েছেন, করণের থেকে সাবধান হতে। করণকে শাহরুখের শত্রু বলেও মন্তব্য করেছেন অনেকে।
উল্লেখ্য, করণের সঙ্গে শাহরুখের সাক্ষাত্ নয়ের দশকের মাঝ বরাবর। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এরপর করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে অভিনয় করেন শাহরুখ খান। এরপর ‘কভি খুশি কভি গম’, ‘কভি আলবিদা না কেহনা’, ‘মাই নেম ইস খান’ সহ একাধিক ছবিতে জুটি বেঁধেছেন শাহরুখ-করণ।