মুম্বই: ভোট বড় বালাই। ভোট এলে কত কিছুই না করতে হয়। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। শাসক থেকে বিরোধী শিবির, ভোটের বাজারে নানা প্রতিশ্রুতি শোনা যাচ্ছে সকলের মুখেই। সেই প্রেক্ষাপটে এবার এক নির্দল প্রার্থী যা প্রতিশ্রুতি দিয়েছেন তা শুনে চক্ষু চড়কগাছ হয়েছে অনেকেরই।
ঘটনাটি মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার চিমুর গ্রামের। সেখানকার নির্দল প্রার্থী বনিতা রাউত এক আজব নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, যদি তিনি নির্দলে হয়ে লড়াই করে আসন্ন লোকসভা ভোটে জয়লাভ করেন, তাহলে গরিবদের তিনি বিনামূল্যে হুইস্কি, বিয়ার দেবেন।
বনিতা রাউত হলেন অখিল ভারতীয় মানবতা দলের প্রার্থী। তবে ভোটে জয়লাভ করতে 'গরিব ভোটার'দের উদ্দেশে যেভাবে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, তা সকলকেই অবাক করে দিয়েছে। তবে এখানেই থেমে থাকেননি বনিতা। তিনি এও বলেছেন, তিনি বিনামূল্যে ইমপোর্টেড (বিদেশি) হুইস্কি ও বিয়ার যেমন দেবেন, তেমন গ্রামে গ্রামে বার কাউন্টারও খুলে দেবেন।
মহারাষ্ট্রের ওই নির্দল প্রার্থীর কথায়, তিনি বিদেশি মদ রীতিমতো রেশন ব্যবস্থার মাধ্যমে গরিব মানুষের কাছে পৌঁছে দেবেন। তবে এক্ষেত্রে অবশ্য তিনি একটি শর্ত রেখেছেন। বনিতার কথায়, গ্রাহক এবং বিক্রেতা উভয়ের কাছেই একটি 'লাইসেন্স' থাকতে হবে এই ব্যবস্থার সুবিধা নিতে গেলে।
কিন্তু কেন এমন প্রতিশ্রুতি? বনিতা বলেন, 'যারা খুব গরিব হন, তারা দিনের শেষে মাদক সেবন করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। অথচ ভাল মদ কেনার ক্ষমতাও তাঁদের থাকে না, খাওয়া তো দূরের কথা। তারা যেটা খায় তা দেশি মদ। আমি চাই তাঁরাও বিদেশি মদের স্বাদটি পান। তারা বিষয়টি উপভোগ করুন এটাই চাই।'
আরও পড়ুন, মন্দিরে পুজো করতে গিয়ে অদ্ভূত কান্ড ঘটালেন পূজারি, রীতি পালন করতে গিয়ে অজ্ঞান!
যদিও মাদক সেবন তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বহু মানুষ মারাও যান, এ প্রসঙ্গে ওই নির্দল প্রার্থীকে প্রশ্ন করা হলে বনিতা রাউত বলেন, সেই কারণেই তিনি লাইসেন্সের ব্যবস্থা করতে চান। সকলে কতটা করে মদ পাবেন তা নিশ্চিত করা হবে।
প্রসঙ্গত, এই প্রথমবার যে তিনি ভোটে দাঁড়াচ্ছেন এমনটা নয়, ২০১৯ এও লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় নাগপুর থেকে লড়াই করেছিলেন বনিতা রাউত। এমনকী সেই সময়ও তিনি এই একই প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে খবর।