কলকাতা: দিনভর তাঁর বিভিন্ন ঠিকানায় হানা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। তন্নতন্ন করে চলছে তল্লাশি অভিযান (Cash for Query Case)। কিন্তু সেসব থেকে অনেক দূরে, নির্বাচনী প্রচারে ব্যস্ত মহুয়া মৈত্র। CBI হানা নিয়ে কপালে ভাঁজ তো দূর, বরং দূরবীন নিয়ে এই মুহূর্তে ব্যস্ত তিনি। কিছু যেন একটা খুঁজছেন তিনি। সেই খোঁজাখুঁজিতে তাঁকে সঙ্গ দিলেন সতীর্থ সায়নী ঘোষ।  CBI তল্লাশির মাঝে নিজেদের খোঁজাখুঁজির কথা জানালেন মহুয়া নিজেই। (Mahua Moitra)


লোকসভা নির্বাচনে আর একমাসও বাকি নেই। জোরকদমে প্রচার চালাচ্ছে সব দলই। সাংসদ পদ চলে যাওয়ার পর, আবারও মহুয়াকে প্রার্থী করেছে তৃণমূল। আর প্রথম বার এবারই লোকসভায় দলের প্রার্থী হয়েছেন সায়নী (CBI Raids)। একই দলে থাকলেও, এতদিন সেভাবে সখ্য দেখা যায়নি তাঁদের মধ্যে। তবে এবার একফ্রেমে ধরা দিলেন দু'জনে খোশমেজাজে। তা-ও আবার মহুয়ার বাড়ি- অফিসে তল্লাশি চলছে যখন, ঠিক সেই সময়। (Lok Sabha Elections 2024)


শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় সায়নীর সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন মহুয়া। ছবিতে দু'জনেরই চোখের উপর রয়েছে দূরবীন। মন দিয়ে কিছু যেন খুঁজছেন। কৌতুহল নিবারণ করেছেন মহুয়া নিজেই, স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই। মহুয়া লেখেন, 'আজ CBI আমার বাড়ি এবং নির্বাচনী দফতরে এসেছিল। অত্যন্ত বিনয়ী আচরণ ছিল। তল্লাশি চালাল। কিছু পেল না। তার মধ্যেই সায়নী ও আমি প্রতিদ্বন্দ্বী বিরোধী প্রার্থীদের খুঁজছি'।



সোশ্যাল মিডিয়ায় এক পোস্টেই CBI এবং বিজেপি-কে নিশানা করেছেন মহুয়া। বাড়িতে-দফতরে তল্লাশি চলাকালীনও তিনি যে দিব্যি রয়েছেন, তা বুঝিয়ে দিয়েছেন। এর আগে, ED-র সামনে হাজিরা দিতে হয়েছিল সায়নীকেও। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে তাঁর লেনদেন ছিল কি না, জানতে চেয়ে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। একফ্রেমে দু'জনের ছবি রাজনৈতিক বার্তাই দিল এদিন। বিজেপি-র উদ্দেশে ছিল কটাক্ষ। তাঁদের প্রচারের সামনে বিজেপি প্রার্থীদের দেখা যাচ্ছে না বলেই কার্যত বার্তা দিয়েছেন মহুয়া।


টাকা নিয়ে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন করার অভিযোগে সাংসদ পদ গিয়েছে মহুয়ার। আবারও কৃষ্ণনগর থেকে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। মহুয়া যখন প্রচারপে ব্যস্ত, বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে CBI. এর পর শনিবার সকালে শুরু হয় তল্লাশি অভিযান। শনিবার সকালে আলিপুরের মহুয়ার রত্নাবলী অ্যাপার্টমেন্টে পৌঁছন দিল্লি থেকে আসা CBI-এর গোয়েন্দারা। প্রায় সাত ঘণ্টা ধরে সেখানে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। ওই ফ্ল্যাটে মহুয়ার বাবা  ডি এল মৈত্র থাকেন বলে জানান  আবাসনে নিরাপত্তারক্ষী। আলিপুরের পাশাপাশি, কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়ার অফিসেও তল্লাশি চালান CBI-এর গোয়েন্দারা। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। করিমপুরে মহুয়ার ভাড়া বাড়িতেও চলছে তল্লাশি।