Recruitment News:  সারা বছরই প্রায় কোনও না কোনও বিভাগে নিয়োগ চলতেই থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। এই বছরের শুরুতেই একটি পদে নিয়োগ হয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে, এবার আরও একটি পদে হবে নিয়োগ। সংস্থার পক্ষ থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি (SBI Recruitment 2024)। তবে এই চাকরি স্থায়ী নয়, মূলত চুক্তির ভিত্তিতেই হবে এই নিয়োগ। UGC বা AICTE স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করা যাবে। দেখে নিন কতগুলি শূন্যপদ এবং কীভাবেই বা আবেদন করা যাবে ?


শূন্যপদ


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় মূলত একটিমাত্র শূন্যপদে হবে নিয়োগ। এই নিয়োগ হবে মার্কেটিং বিভাগে। হেড অফ কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং পদের জন্যেই চলছে এই নিয়োগ প্রক্রিয়া।


বয়সসীমা


হেড অফ কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর বয়স সর্বোচ্চ হতে হবে ৫৫ বছর। তবে যোগ্য প্রার্থীদের জন্য বয়সসীমা অতিরিক্ত ৩ বছর পর্যন্ত বাড়ান হতে পারে।


কাজের স্থান


নির্বাচিত প্রার্থী মূলত মুম্বইয়ের কর্পোরেট সেন্টারে কাজ করবেন। সেখানেই তাঁকে পোস্টিং দেওয়া হবে।


কাজের মেয়াদ


হেড অফ কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং পদে কাজের জন্য (SBI Recruitment 2024) নির্বাচিত প্রার্থীকে প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের নির্দেশে এই মেয়াদ আরও ১ বছর বাড়তে পারে।


শিক্ষাগত যোগ্যতা


যে সমস্ত প্রার্থী UGC বা AICTE স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হয়েছেন, এবং মার্কেটিং ও কমিউনিকেশনের বিষয়ে জ্ঞান আছে তাঁরা এই পদে আবেদন করতে পারবেন। ব্যাঙ্কিং, ই-কমার্স, ফিনটেক সংস্থার ব্যবসা কীভাবে বাড়াতে হয় সে ব্যাপারে জ্ঞান থাকলে এই পদে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।


আবেদনের ফি


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI Recruitment 2024) এই পদে আবেদনের জন্য অসংরক্ষিত, ইডব্লিউএস প্রার্থীদের আবেদনের ফি হিসেবে দিতে হবে ৭৫০ টাকা। SC/ST/OBC/pwD প্রার্থীদের জন্য কোনও আবেদনের ফি দিতে হবে না।


কীভাবে হবে নির্বাচন


এক্ষেত্রে প্রার্থীকে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। ইন্টারভিউর মাধ্যমেই হবে প্রার্থী বাছাই। পরে ওয়েবসাইটে এই পদে নিয়োগের ইন্টারভিউর তারিখ ও সময় জানান হবে।


আবেদনের শেষ দিন


এই পদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কাজের জন্য আবেদনের শেষ দিন ৯ এপ্রিল ২০২৪।


আরও পড়ুন: Job News: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিয়োগ হবে, কোন বিভাগে ? কত শূন্যপদ ?


Education Loan Information:

Calculate Education Loan EMI