ভোটের মুখে সিঙ্গুরে মমতার মুখে ফের জমি ফেরতের আশ্বাস, কটাক্ষ বিরোধীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Apr 2016 04:51 PM (IST)
সিঙ্গুর (হুগলি): ২০১১-র পর ২০১৬। সিঙ্গুরবাসীর মন জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র এখনও সেই জমি ফেরতের আশ্বাস। ২০১১-য় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার অন্যতম অস্ত্র ছিল এই সিঙ্গুর। কিন্তু, জমি ফেরতের যে আশ্বাস তিনি সে দিন দিয়েছিলেন, তা আজও বাস্তবায়িত হয়নি। সিঙ্গুর-মামলা এখন সুপ্রিম কোর্টে। জমি ফেরতের বিষয়টিও বিশ বাঁও জলে। সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে বলেন, ৫০ বছর হলেও আমার কিছু করার নেই। বিষয়টি এখন কোর্টে। বিরোধীদের দাবি, এই মন্তব্য করে সিঙ্গুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দায় ঝাড়ার চেষ্টা করেছেন। পর্যবেক্ষকদের একাংশের মতে, বিধানসভায় দাঁড়িয়ে করা এই মন্তব্যে সিঙ্গুরবাসী আশাহত হতে পারেন সেটা বুঝেই এবার ভোটের মধ্যে ফের তাঁদের আশার বাণী শোনালেন তৃণমূলনেত্রী। বলেন, চিন্তার কারণ নেই। জমি ফেরত দেবই। সুপ্রিম কোর্টের রায় সিঙ্গুরবাসীর পক্ষে যাবে। তবে বিরোধীরা পাল্টা প্রশ্ন, সিঙ্গুর মামলা যেখানে আদালতে বিচারাধীন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এমন দাবি করেন কী করে? সিঙ্গুরে কারখানাও হয়নি। সেখানকার মানুষ জমিও ফেরত পাননি। মমতার মুখে অবশ্য এখনও জমি ফেরতের আশ্বাস। কিন্তু, শুধু আশ্বাসে কি চিঁড়ে ভিজবে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।