Mamata Banerjee Rally LIVE: মা-বোনেদের পায়ে হাঁটব, ডেবরায় মমতা
দাসপুর বিধানসভা আসনের বেলিয়াঘাটা, চন্দ্রকোনা বিধানসভা আসনের ঝাঁকরা ও ডেবরা বিধানসভা আসনের কেলেঘাইতে জনসভা করবেন তৃণমূল নেত্রী।
রামকৃষ্ণ বলতেন, টাকা মাটি, মাটি টাকা। টাকার থেকে মাটির দাম বেশি। তিনি বলতেন, মা কিন্তু একটাই, নামে-ডাকে একটু আলাদা আছে।
ব্লাড ব্যাঙ্ক থেকে যখন রক্ত নেওয়া হয় তখন কি জানেন হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত? প্রশ্ন মমতার।
আমার মা, বোনেদের পা আমার অনুপ্রেরণা। বললেন মমতা।
আমি সাহসীর থেকেও বেশি সাহসী। ডেবরায় মমতা।
নন্দীগ্রামে শুরু করতে গিয়ে হোঁচট খেয়েছিলাম। শারীরিক নয়, রাজনৈতিক।
হায়দরাবাদ থেকে কিছু গদ্দার এসেছে সংখ্যালঘুদের ভোট কাটতে। বিজেপির থেকে টাকা নিয়ে ভোট কাটার খেলায় নেমেছে। কটাক্ষ মমতার।
দাড়ি থাকলেই সবাই রবীন্দ্রনাথ হয় না। নাম না করে মোদি আক্রমণ মমতার। তিনি বলেন, সবাইকে চোর বলেন, নিজেরা ডাকাতদের ঠাকুর্দা।
ঘাটাল মাস্টার প্ল্যান না হলে মোদির অফিসে গিয়ে ধর্না দেব। হুঁশিয়ারি মমতার।
বিজেপি সব বিক্রি করে দিয়েছে, রাজ্যে এসে মিথ্যে বলছে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে, বড় বড় কথা বলছে। আক্রমণ মমতার।
সব ধর্মকে সম্মান জানানোই আমাদের শিক্ষা। বিজেপি নেতারা অন্য ধর্মের লোকের বাড়িতে খান না। আমাকে হিন্দু ধর্ম শেখাতে আসবেন না। চন্দ্রকোণার সভা থেকে আক্রমণ মমতার।
হিন্দু সেজে ঘুরে বেড়াচ্ছে, শ্যামাপ্রসাদের ছবি পোড়ানোর সময় কোথায় থাকে? তোপ মমতার।
ত্রিপুরায় কী করেছ? বিজেপিকে আক্রমণ মমতার
বাইরের পুলিশ থাকবে, তাই নিজের এলাকা ছেড়ে যাবেন না। বিজেপি বহিরাগত গুন্ডা নিয়ে এসে ভোট করাতে চাইছে।
ইভিএম খারাপ হয়ে গেলে ছেড়ে যাবেন না। ইভিএম ভাল করে পরীক্ষা করতে হবে, না হলে ভোট ভরে আনবে। ভিভিপ্যাট ভাল করে পরীক্ষা করে দেখতে হবে।
সোনার, জড়ির ক্লাস্টার তৈরি হবে, প্রতিশ্রুতি মমতার।
দিলীপ ঘোষ জিতে পালিয়ে গেছে, কিছু দিয়েছে?। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি, তা করেছি। দাসপুরে বললেন মমতা।
সিপিএমের ভুলে ডেবরা সহ কিছু ব্রিজ আটকে আছে। অভিযোগ মমতার।
৪০ লক্ষ জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে। দাবি মমতার।
সরকারি সুবিধা না পেলে দুয়ারে সরকারে জানান, কাজ হয়ে যাবে। বললেন মমতা।
স্বাস্থ্যসাথী কার্ডে মেয়েরা বাবা, মায়ের চিকিৎসা করাতে পারবে। দাসপুরে বললেন মমতা।
কৃষকরা যাতে রাস্তায় বেরোতে না পারেন পেরেক পুঁতে দেওয়া হয়েছে। যীশু খ্রীস্টকেও ক্রুশ বিদ্ধ করে মারা হয়।
এবার আমাদের সরকারকে ভোট দিলে বিনা পয়সায় চাল দেব। দুয়ারে দুয়ারে পৌঁছে দেব চাল।
দাসপুর, ঘাটাল, চন্দ্রোকোণায় মাস্টার প্ল্যান। কেন্দ্র করতে দিচ্ছে না বলে অভিযোগ মমতার।
দাসপুরে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর, পাথরপ্রতিমা সহ পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাঁতনের জনসভা ছিল মমতার।
গতকালের পর আজ ফের নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্য়ায়।
প্রেক্ষাপট
আজ পশ্চিম মেদিনীপুরে তিনটি জনসভা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দাসপুর বিধানসভা আসনের বেলিয়াঘাটা, চন্দ্রকোনা বিধানসভা আসনের ঝাঁকরা ও ডেবরা বিধানসভা আসনের কেলেঘাইতে জনসভা করছেন তৃণমূল নেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -