সুজাপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর মালদায় জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেখানে বিজেপি-কে আক্রমণ করার পাশাপাশি, I.N.D.I.A জোটের সমীকরণ নিয়েও ফের বার্তা দিলেন তৃণমূলনেত্রী। মমতা জানিয়েছেন, বাংলায় সিপিএম-এর সঙ্গে জোট না করতে কংগ্রেসকে তিনি নিষেধ করেছিলেন। কিন্তু কংগ্রেস তাঁর কথা শোনেনি। তিনি সিপিএম-এর সামনে আত্মসমর্পণ করতে পারবেন না বলেই বাংলায় একলা চলার নীতি নিয়েছেন বলে জানালেন মমতা। (Lok Sabha Elections 2024)


রবিবার মালদা দক্ষিণের সুজাপুরে তৃণমূলের হয়ে প্রচার করেন মমতা। ভাষণের শুরুতেই জানান, তিনি ভোট ভিক্ষে করতে এসেছেন। একই সঙ্গে তাঁর দলের কেউ যদি ভুল করে থাকে, তার জন্য ক্ষমা চেয়ে নেন। এর পরই I.N.D.I.A জোটের সমীকরণ নিয়ে নিজের অবস্থান জানিয়ে  দেন। মমতা জানান, দিল্লিতে বিজেপি-কে রুখতে হলে বাংলায় ভোট কাটাকাটি কাম্য নয়। 


এদিন মমতা বলেন, "বিধানসভা নির্বাচনে আপনারা ঢেলে ভোট দিয়েছিলেন বলেই বিজেপি-কে রুখে দিয়েছিলাম আমরা। এবারও আপনাদের বলব, আপনারাই পারেন বিজেপি-র রথকে রুখে দিতে। পরিষ্কার ভাবে বলে দিই, কংগ্রেস বাংলায় জিতবে না। অন্য জায়গায় জিতবে। যেখানে আমাদের ক্ষমতা আছে, আমরাও সাহায্য় করছি। কিন্তু বাংলায় নয়। বাংলায় আমাগের কোনও জোট নেই। বাংলায় বিজেপি-র বিরুদ্ধে একা ড়ছে এবং লড়বে। বাংলায় সিপিএম-এর সঙ্গে কংগ্রেসের জোট হয়েছে।"


আরও পড়ুন: Ujjwal Nikam: ২৬/১১ মামলার জেরে রাতারাতি শিরোনামে, দুঁদে আইনজীবী ঊজ্জ্বল নিকমকে প্রার্থী করল BJP


বাংলায় 'একলা চলো' নীতি নিয়ে মমতা বলেন, "ওরা আসন ভাগাভাগি করেছে। আপনারা কি চান আমি সিপিএম-এর সামনে আত্মসমর্পণ করি? বিধানসভায় একটি আসনও নেই, তা সত্ত্বেও কংগ্রেস নেতৃবৃন্দকে দু'টি আসন দিতে চেয়েছিলাম। বলেছিলাম, সিপিএম-এর সঙ্গে জোট না করতে। কিন্তু ওরা কথা শোনেনি। মনে রাখবেন, এই I.N.D.I.A জোট তৈরি করেছি আমি, নামটাও আমি দিয়েছি, যা দেখে মোদি থরথর করে কাঁপেন। দিল্লিতে যদি সত্যিই বিজেপি-কে রুখতে চান, তাহলে বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এবার যাবেন না। আমরাও যাইনি কোথাও। আমরা ইচ্ছে করলে অনেক জায়গায় লড়াই করতে পারতাম। আমাদের একটাই জায়গা বাংলা। এই বাংলা থেকে যদি বিজেপি-কে রুখতে না পারি...সবাই গুটিয়ে পালালেও, তৃমমূলই নেতৃত্ব দিয়ে I.N.D.I.A-কে ক্ষমতায় আনবে। অন্য কোনও দল নয়।" মমতা জানান, তিনি যা বলেন, হিসেব কষেই বলেন। অনেক আগেই বিজেপি-তে সরানোর কথা বলেছিলেন তিনি, এখন বিজেপি-র ফেরা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে। ৪০০ পার তো দূর, বিজেপি এবার ২০০ পার করতে পারবে না বলেও দাবি করেন মমতা। আর বিজেপি-কে হারাতে জাতীয় স্তরে I.N.D.I.A জোটে তিনি কাঠবেড়ালির ভূমিকা পালন করবেন বলে জানান।


কেন্দ্রে বিজেপি-কে রুখতে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি-সহ বিরোধী দলগুলিকে নিয়ে জাতীয় স্তরে I.N.D.I.A জোট গঠিত হয়। বেশ কয়েক দফা বৈঠকও হয় দিল্লি, মুম্বই, বিহারে। কিন্তু অন্য রাজ্যগুলিতে বিরোধী দলগুলি একজোট হয়ে লড়াই করলেও, বাংলায় তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম-এর মধ্যে বনিবনা হয়নি। কংগ্রেসের সঙ্গে জোটের প্রশ্নে আসন সমঝোতা বাধা হয়ে দাঁড়ায়। তৃণমূলের তরফে দু'টি আসনের প্রস্তাব দেওয়া হলেও, কংগ্রেস ১০-১২টি আসনের দাবিতে অনড় ছিল বলে আগেও জানিয়েছিলেন মমতা। এর পরই বাংলায় একা লড়াইয়ের সিদ্ধান্ত নেন। বাংলায় কংগ্রেস এবং সিপিএম আদতে বিজেপি-কে সুবিধা করে দিতে চাইছে বলেই অভিযোগ তাঁর।