শিলচর: বাংলায় 'একলা চলো' নীতি নিয়ে চললেও, জাতীয় স্তরে বিজেপি বিরোধী I.N.D.I.A জোটে শামিল বলে জানিয়েছেন আগেই। অসমের শিলচরে নির্বাচনী প্রচারে গিয়ে আরও বড় ঘোষণা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, বাংলায় বিজেপি-র বিরুদ্ধে একা লড়ছে জোড়াফুল শিবির। কিন্তু জাতীয় স্তরে শুধু জোটের শামিলই থাকবে না, I.N.D.I.A জোটকে নেতৃত্ব দেবে তৃণমূলই। (Lok Sabha Elections 2024)


বুধবার শিলচরে তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সমর্থনে  নির্বাচনী প্রচারে যান মমতা। সেখানে তিনি বলেন, "আজও বলে NRC হবে। আজকের দিনে ওদের দাঙ্গার পরিকল্পনা রয়েছে। দাঙ্গা করে, মিথ্যে বলে, ভাঁওতা দিয়ে ওরা ভোটের ফায়দা লুটতে চায়। দাঙ্গা, ভাঁওতাবাজি ছাড়া বিজেপি-র কোনও গ্যারান্টি নেই। মণিপুরে ২০০ গির্জা, মসজিদ জ্বালিয়ে দিয়েছে। মেয়েদের ঘোরানো হয়েছে নগ্ন করে। আজও বিচার পাননি কেউ। এই মোদি বিচার দেবেন? এখনও বিশ্বাস করেন আপনারা? এটা দাঙ্গাবাজ, ভাঁওতাবাজ, জুমলাবাজের সরকার। মোদি কখনও কারও জন্য কিছু করবেন বলে বিশ্বাস করবেন না।"


মমতা আরও বলেন, "এদের কোনও ক্ষমা নেই। আমি তো ক্ষমা করব না। আপনারা একবার ঐক্যবদ্ধ হন। জোট মানে তৃণমূল। আমরাই I.N.D.I.A-কে পথ দেখাব। বাংলায় বিজেপি-র বিরুদ্ধে একা লড়ছি। ওখানে সিপিএম এবং কংগ্রেস বিজেপি-কে সমর্থন করছে। কিন্তু জাতীয় স্তরে আমরা I.N.D.I.A জোটকে নেতৃত্ব দেব। যদি আপনাদের সমর্থন থাকে, আমরা আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব।"


আরও পড়ুন: Shashi Panja: 'প্রার্থী খুঁজে পাচ্ছিল না BJP, তাই শেষবেলায় ঘোষণা', কটাক্ষ শশীর


লোকসভা নির্বাচনের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন চালু করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেই নিয়ে প্রতিবাদ, মিছিল চলছে রাজ্য়ে। সেই আবহেই এদিন মমতা জানান, I.N.D.I.A জিতলে NRC, CAA কিছু হতে দেবেন না তিনি। অভিন্ন দেওয়ানি বিধিও চালু হতে দেবেন না। যাঁরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন, তাঁদের ভবিষ্যৎ করে দেবেন বলে জানান মমতা। 


লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে কেন্দ্র বিরোধীদের নিশানা করে চলেছে বলে লাগাতার অভিযোগ উঠছে। এদিন মমতা কেন্দ্রের মোদি সরকারকে 'অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি' বলেও কটাক্ষ করেন। এবারের মতো কালো এবং কলুষিত নির্বাচন আগে হয়নি বলেও অভিযোগ করেন মমতা। I.N.D.I.A জিতলে আগামী দিনে অসম বিধানসভার সব আসনে তৃণমূল লড়বে এবং সেখানকার মহিলারাও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, ছেলেমেয়েরা কন্যাশ্রী, ঐক্যশ্রী পাবেন বলে কথা দেন।