নয়াদিল্লি: শরিকদের উপর ভর করে তৃতীয় বার সরকার গড়লেও, কেন্দ্রে বিজেপি-র জোট সরকার বেশিদিন টিকবে না বলে মন্তব্য করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা জানিয়েছেন, NDA জোটে এখন থেকেই যে সংস্ত দাবিদাওয়া নিয়ে সরব হতে শুরু করেছেন বিজেপি-র সহযোগী দলগুলি, তাতে খুব বেশিদিন সকলকে তুষ্ট করে রাখা নরেন্দ্র মোদি-অমিত শাহদের পক্ষে সম্ভব হবে না। (Mamata Banerjee)


শনিবার নব নির্বাচিত সাংসদ এবং নেতানেত্রীদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন মমতা। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, I.N.D.I.A জোট এখনই সরকার গঠনের দাবি জানায়নি বলে, আগামী দিনেও জানাবে না, এমনটা ভাবা ভুল হবে। তাঁরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। সবদিকে নজর রাখছেন। (Lok Sabha Elections 2024)


NDA জোটে বিজেপি-র শরিকদলগুলিকে নিয়ে মমতার বক্তব্য়, "দেখুন কতদিন, কাকে সন্তুষ্ট রাখতে পারে! NDA এবং I.N.D.I.A-র মধ্যে পার্থক্য হল, যারা NDA-তে আছে, তাদের চাওয়ার কোনও শেষ নেই। আর আমরা I.N.D.I.A-তে আছি যারা, আমরা মানুষের ভাল চাই, দেশের ভালবাসা চাই। মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমরা। সময়ের সঙ্গে পরিস্থিতি কোন দিকে এগোয় দেখুন। শেষ পর্যন্ত I.N.D.I.A-ই সরকার গড়বে। কিন্তু কিছুদিন দেখতে দিন নিজেদের। কাকে, কতটা সামলাতে পারছে, দেখতে দিন।"


আরও পড়ুন: Mamata Banerjee: দিল্লি গিয়ে শুধু বসে থাকলে চলবে না, নব নির্বাচিত সাংসদদের কেন একথা বললেন মমতা?


একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও বিজেপি যেভাবে কেন্দ্রে সরকার গড়ছে, তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদি যেভাবে প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন, তিনি হলে তা করতেন না বলে দাবি করেন মমতা। তাঁর কথায়, "একক সংখ্য়াগরিষ্ঠতা না পেলে আমি দায়িত্ব নিতাম না। বিশেষ করে যারা ৪০০ পারের কথা বলেছিল...আমি বলেছিলাম ২০০ পার হয় কি না সন্দেহ...২০০ পার যে হয়েছে, তাতেও কমিশনের হাত রয়েছে। আমার প্রশ্নের জবাব দিতে পারেনি এখনও পর্যন্ত। প্রাক্তন অর্থমন্ত্রীর স্বামী বলেছেন, এই সরকার বেশিদিন চলবে না। তাই যে সরকার শপথ নিতে চলেছে, তারা দেশের জন্য় শুভ নয়। এরা গণতন্ত্রকে আরও দুর্বল করে তুলবে। অগণতান্ত্রিক ভাবে, বেআইনি ভাবে সরকার গঠন করা হচ্ছে।" মমতার কথায়, "ওদের জোট বায়োলজিক্যাল নয়, আর্টিফিসিয়াল জোট।"


রাজ্যের বকেয়া টাকা আদায় হোক বা সংশোধিত নাগরিকত্ব বিল, জাতীয় নাগরিক পঞ্জি হোক বা অভিন্ন দেওয়ানি বিধি, সমস্ত বিষয়েই যে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ানো হবে, সেই ইঙ্গিতও দিয়েছেন মমতা। আগে কারও সঙ্গে কোনও রকম আলোচনা না করে, যখন তখন, নিজের ইচ্ছেয় বিল পাস করলেও, এবার তা হওয়ার জো নেই বলে জানিয়েছেন তিনি।