সোমনাথ মিত্র, গোঘাট: ভোট পরবর্তী হিংসার (WB Post poll Violence) জেরে এবার উত্তেজনা ছড়াল হুগলি জেলার গোঘাটে (Goghat News)। শুক্রবার রাতে আরামবাগ লোকসভার অন্তর্গত গোঘাটের কুমারগজ্ঞ পঞ্চায়েতের ভুরকুণ্ডা এলাকায় তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষ (TMC-BJP Clash) বাঁধে। এই ঘটনায় উভয় দলের পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের আঘাতে গুরুতর চোট পান একজন পুলিশকর্মী। এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জনকে গ্ৰেফতার করেছে গোঘাট থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোঘাটের ভুরকুণ্ডা বাজার এলাকায় দুজন বিজেপি কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় তৃণমূল কর্মীরা। কথা কাটাকাটি থেকে শুরু হয় মারপিট। এরপরই দু-পক্ষের লোকজন জড়ো হয়ে যায় এলাকায়। শুরু হয় ইট বৃষ্টি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে গেলে কয়েকজন পুলিশকর্মীও আহত হন। তার মধ্যে একজন পুলিশ কর্মীর ইটের আঘাতে মাথা ফেটে যায়। সেখান থেকে রাতেই চিকিৎসার জন্য কামারপুকুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত পুলিশ কর্মীকে। পাশাপাশি এই সংঘর্ষের ঘটনায় দু-পক্ষের পাঁচজন কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন বিজেপি কর্মীর আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কামারপুকুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের উপর আক্রমণের ঘটনায় ইতিমধ্যেই মামলা দায়ের করে ১০ জনকে গ্ৰেফতার করেছে গোঘাট থানার পুলিশ। আজ অভিযুক্তদের আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে।
আহত বিজেপি কর্মী সঞ্জয় রায়ের অভিযোগ, "বাজারে চা খেতে গিয়েছিলাম। তৃণমূলের গুণ্ডারা এসে বলল বাজারে ঢোকা যাবে না। এই কথা বলেই আমাকে আর আমার ভাইকে মারধর শুরু করল। আমার মাথা ফেটে গেছে।। এরপর ওরা ইট ছুড়তে থাকে। পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশেরও মাথা ফেটে যায়। এসব তৃণমূলের গুণ্ডারা করেছে।"
এই ঘটনায় পরিপ্রেক্ষিতে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ জানিয়েছেন, "একটা ঝামেলা হয়েছে শুনেছি। তবে বিষয়টা ভালো জানি না। আমাদের প্রশাসনের উপর আশা-ভরসা আছে। প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।