কাকদ্বীপ : হিংসা-মৃত্যুর মনোনয়ন পর্বের শেষে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট (Panchayat Election) করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আর কেন্দ্রীয় বাহিনীর বঙ্গে আসার প্রাক্কালেই তাঁদের তীব্র নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ শানান কেন্দ্রীয় সরকারকেও। পাশাপাশি, বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ভোটারদের মৃত্যুর প্রসঙ্গও উঠে আসে তৃণমূল সুপ্রিমোর কথা।


কাকদ্বীপে তৃণমূলের নবজোয়ার যাত্রার শেষে যোগ দিয়ে বক্তব্য রাখার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'কোচবিহারের শীতলকুচিতে গুলি চালিয়ে চারজন সংখ্যালঘু-রাজবংশী ভাইকে মেরে দিয়েছিল সেন্ট্রাল ফোর্স। গতকালও আমাদের একটি রাজবংশী ঘরের ছেলে গৌতম বর্মনকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছে বলে খবর পেলাম।'


পাশাপাশি মহিলাদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'পার্লামেন্ট ইলেকশন তো হয়, স্টেট ইলেকশন তো হয়। মা বোনেদের এগিয়ে দিন। মা বোনেরা জোট বাঁধুন। আপনারা আমার শক্তি। নতুন প্রজন্ম আমার শক্তি। একটা লাঠি নিয়ে আসলে, খুন্তি আছে, আলুভাজা তৈরি করে খাইয়ে দেবেন। হাতা আছে, ফ্য়ান ভাত করে খাইয়ে দেবেন। বুঝতে পারছেন আমি কী বলছি ? ভয় পাবেন না তো ?'


২০১৩ সালে রাজ্য নির্বাচন কমিশনার থাকাকালীন পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী ডেকেছিলেন মীরা পাণ্ডে। ১০ বছর বাদে গ্রাম বাংলা দখলের ভোটে ফের একবার আসছে কেন্দ্রীয় বাহিনী। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে। যদিও ২০১৩ সালেও রাজ্যে পঞ্চায়েত ভোট যথেষ্ট রক্তাক্ত হয়েছিল বলেই মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেছেন, 'সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন হয়েছিল ২০১৩ সালে। কতজন মারা গিয়েছিল ? ৩৯ জন। ২০০৩ সালে সিপিএমের শাসনে পঞ্চায়েত ভোটে ৭০ জন মারা গিয়েছিল। ২০০৮ সালে ৩৬ জন। মনে রাখবেন, ভুলে যাবেন না।'


রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আবহে কেন্দ্রীয় বাহিনী প্রেক্ষিতে মণিপুরের পরিস্থিতিও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মণিপুরেও তো গিয়েছে কেন্দ্রীয় বাহিনী কী হয়েছে। মন্ত্রীর বাড়ি পুড়িয়ে দিয়েছে। এদিকে, ৬১ হাজার বুথের মধ্য়ে ২টো অঞ্চলে ঘটনা ঘটেছে। আমাদের ছেলেরা মারা গেছে। তার জন্য় বলে দিল, সব চলে এসো। ঢাল তরোয়াল নিয়ে এসো। কাঁচকলা করবে।' 


আরও পড়ুন- একজন বিধায়কের বড় বড় কথা, নাম না করে নৌশাদকে নিশানা মমতার