কলকাতা: বসিরহাটে (Basirhat) বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশের সময়সীমা বাড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মনোনয়নে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হল পুলিশ সুপারকে। রাজ্য নির্বাচন কমিশন এবং মহকুমা শাসককেও এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ দিল আদালত।


সময়সীমা বাড়াল কলকাতা হাইকোর্ট: শুক্রবার বিজেপির করা মামলার প্রেক্ষিতে, বিচারপতি অমৃতা সিন্হা তাঁর নির্দেশে বলেন, সন্দেশখালি ১ ও ২, মিনাখাঁ, এবং হাড়োয়া - বসিরহাটের এই ৪টি ব্লকের প্রায় ৬০ জন বিজেপি প্রার্থী তাঁদের মনোনয়ন জমা দিতে পারবেন মহকুমাশাসকের কাছে। দুপুর ৪টের মধ্যে যে প্রার্থীরা মহকুমাশাসকের কাছে উপস্থিত থাকবেন, তাঁদের মনোনয়ন জমা নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। বসিরহাটের পুলিশ সুপার মনোনয়ন পেশের জন্য সবরকম সাহায্য করবেন।

শুক্রবার সকালে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই বিষয়টি নিয়েই অভিযোগ জানিয়েছিল বিজেপি। সেখানে অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। আর বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে বিজেপি মনোনয়নের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিল। বিচারপতি অমৃতা সিন্হা, কমিশনের কাছে জানতে চান, আপনারাই আদালতে জানিয়েছিলেন যে, মনোনয়ন পেশের সময়সীমা একদিন বাড়ালেও, নির্বাচনের দিন বদল করতে হবে না। বৃহস্পতিবার অন্য এক বিচারপতির নির্দেশের পরেও মামলাকারীরা মনোনয়ন জমা দিতে পারেননি, পুলিশের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কমিশন কি এই মামলাকারীদের জন্য মনোনয়ন পেশের সময়সীমা বাড়াতে পারে না?

রাজ্য নির্বাচন কমিশন জানায়, আদালত নির্দেশ দিলে, আমরা মান্যতা দিতে প্রস্তুত। বিচারপতি সিন্হা প্রশ্ন তোলেন, প্রধান বিচারপতির এজলাসে আপনারাই তো সময় বাড়ানোর কথা বলেছিলেন। এখন কেন আদালতের ওপর ছাড়ছেন? বিজেপির পক্ষ থেকে আবেদন করা হয়, রাজ্য পুলিশ ব্যর্থ হয়েছে। মনোনয়ন পেশের জন্য সিআরপিএফ মোতায়েন করা হোক। ওই এলাকার কাছেই তাদের ক্যাম্প রয়েছে। বিচারপতি অমৃতা সিন্হা অবশ্য সেই আবেদনে মান্যতা দেননি। তবে তিনি নির্দেশে বলেন, ইউটিউব থেকে শুনানির রেকর্ডিং দেখে, আইন অনুযায়ী পদক্ষেপ করতে হবে মহকুমা শাসক এবং পুলিশ সুপারকে। মনোনয়নের সময়সীমা বাড়ানো প্রসঙ্গে বিচারপতি সিন্হা তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন, বিজেপি প্রার্থীরা মনোনয়ন পেশ করতে পারেননি বলে অভিযোগ করা হচ্ছে। আর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, কমিশনই জানিয়েছিল যে একদিন সময়সীমা বাড়ালে কোনও অসুবিধা নেই।


আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?