কলকাতা: বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে টুইটারের ডিসপ্লে পিকচার (ডিপি) বদলে ঈশ্বরচন্দ্রের ছবি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের একাধিক শীর্ষ নেতা। গতকাল সন্ধ্যায় অমিত শাহের রোড শো ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে কলেজ-স্ট্রিট, বিধান সরণি চত্বর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে খণ্ডযুদ্ধ শুরু হয়। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগে, ঢিলছোড়া দূরত্বে থাকা বিদ্যাসাগর কলেজের সামনেও শুরিু হয় অশান্তি। যা ক্রমশ ভয়ঙ্কর চেহারা নেয়। কলেজে ভাঙচুর চলে। বাঁশ নিয়ে চলে হামলা। ছোঁড়া হল ইট, পাথর। গুঁড়িয়ে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তি। জ্বালিয়ে দেওয়া হয় মোটরবাইক।
এই গোটা ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেছেন অমিত শাহ। পাল্টা বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে হুঙ্কার দিয়েছেন তৃণমূলনেত্রীও। বিজেপির দাবি, রোড শো আটকাতে না পেরে প্রশাসনকে কাজে লাগিয়ে মিছিলে হামলা চালানো হয়েছে। পাল্টা রোড শোয়ের অনুমতি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী।
প্রতিবাদস্বরূপ, টুইটারে এই ঘটনার তীব্র সমালোচনা করে ডিপি বদল করে বিদ্যাসাগরের ছবি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করে ডিপি বদল করেছে তৃণমূল কংগ্রেস। দলের অফিসিয়াল টুইটার পেজেও একইভাবে ডিপি বদল করা হয়েছে। ডিপি বদল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায় সহ দলের একাধিক শীর্ষ নেতা।
এই ঘটনার পরই শিক্ষামন্ত্রীকে বিদ্যাসাগর কলেজে যেতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই বিদ্যাসাগর কলেজে যান শিক্ষামন্ত্রী। এরপর খোদ মুখ্যমন্ত্রীই পৌঁছে যান বিদ্যাসাগর কলেজে।
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বুধবার উত্তর কলকাতায় তৃণমূলের মিছিলে সবাইকে বিদ্যাসাগরের ছবি ও বাণী গলায় ঝুলিয়ে আসার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। এছাড়াও বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় মিছিল করবেন মমতা।
বিদ্যাসাগরের মূর্তি-ভাঙচুর: টুইটার ডিপি বদলে প্রতিবাদ মমতা, তৃণমূলের
Web Desk, ABP Ananda
Updated at:
15 May 2019 10:51 AM (IST)
অমিত শাহের রোড শো ঘিরে অগ্নিগর্ভ কলেজ-স্ট্রিট, বিধান সরণি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে খণ্ডযুদ্ধ। বিদ্যাসাগর কলেজে ভাঙচুর। বাঁশ নিয়ে চলে হামলা। ছোঁড়া হল ইট, পাথর। গুঁড়িয়ে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তি। জ্বালিয়ে দেওয়া হয় মোটরবাইক।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -