গত কয়েকদিন ধরেই অসুস্থ অমিতাভ। নিজেই সেই কথা ট্যুইট করে জানিয়েছিলেন।অবশ্য ভক্তদের আশ্বস্তও করেছিলেন, অসুস্থতা তেমন গুরুতর নয়। তিনি যে যন্ত্রণার সঙ্গে আপোস করছেন না, সেটা বুঝিয়ে দিয়েছেন। এই বয়সে এসেও যন্ত্রণাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন শাহেনসা।
এ মাসের শুরুতেও যন্ত্রণার জন্য রবিবার অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। সে-কথা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন টুইট করে।
ইদানীং, সামনে এসেছে এমন কিছু ছবি, যেখানে অমিতাভকে নেক ব্যান্ড পরে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু তার মধ্যেও মুখের হাসিটি অমলিন।
‘চেহরে’ ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয়ে আছেন ইমরান হাসমি। ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। এছাড়াও অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-এও কাজ করেছেন বিগ বি।