কলকাতা: বাংলার রাজনীতিতে দলবদল এখন চেনা ঘটনা। গতবারের লোকসভা ভোটের তৃণমূল (TMC) থেকে বিজেপিতে যোগ দিয়ে ভোটের টিকিট পাওয়ার ঘটনা ঘটেছে। ২০২১ সালে রাজ্যে তৃণমূলের বিপুল জয়ের পর থেকে উল্টোস্রোত দেখা গিয়েছিল। পদ্মশিবিরের একাধিক নেতা-বিধায়ক যোগ দিয়েছিলেন তৃণমূলে। এবার লোকসভা ভোটে এমনই চার জন তৃণমূলের টিকিট পেলেন যাঁরা বিজেপি থেকে যোগ দিয়েছিলেন রাজ্যের শাসক শিবিরে। সেই চারজন হলেন- বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, বিপ্লব মিত্র, কৃষ্ণ কল্যাণী।
তৃণমূল থেকে পদ্মশিবিরে গিয়ে বনগাঁ বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জিতেছিলেন বিশ্বজিৎ দাস। জয়ের পরে আবার তিনি তৃণমূলে ফিরে আসেন। বনগাঁয় দলের সংগঠনের দায়িত্বও পালন করেছেন। এবার মতুয়া-অধ্যুষিত বনগাঁ লোকসভায় তাঁর উপরেই ভরসা রাখল তৃণমূল (TMC Candidate 2024)। ঘাসফুল প্রতীকে ওই কেন্দ্র থেকে লড়বেন বিশ্বজিৎ দাস।
এই তালিকায় আরও একটি নাম কৃষ্ণ কল্যাণী। বিজেপি টিকিটে রায়গঞ্জ থেকে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। পরে রাজ্যের শাসক শিবিরে যোগ দেন, যদিও বিধায়ক পদ ছাড়েননি। বেশ কিছু দিন আগে কৃষ্ণ কল্যাণীর বাড়ি-অফিসে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময় তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল যে তাদের দলে যোগ দেওয়ায় বিজেপি কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসা নিচ্ছে। এবার সেই কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করল তৃণমূল।
বিপ্লব মিত্র বহু পুরনো তৃণমূল কর্মী। দলের জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে ছিলেন বিপ্লব মিত্র। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। বিজেপিতে গিয়েছিলেন তিনি। কিন্তু তারপরে আবার ফিরে আসেন তৃণমূলে। তারপর দলের সংগঠন সামলেছেন, পূর্ণমন্ত্রীও হয়েছেন। এবার তাঁকে লোকসভায় পাঠানোর পরিকল্পনা তৃণমূলের। বালুরঘাটে থেকে প্রার্থী করা হল তাঁকে।
দলবদলের পরে সবচেয়ে দ্রুত প্রার্থী তালিকায় নাম উঠল মুকুটমণি অধিকারীর। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক তিনি। ৭ মার্চই কলকাতায় তৃণমূলের মিছিলে দলবদল করেন তিনি। এবার তাঁকে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করল তৃণমূল। মতুয়াদের সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ মুকুটমণি অধিকারী। মতুয়া অধ্যুষিত এলাকায় বিজেপির সংগঠন শক্তিশালী, পাশাপাশি তৃণমূলের সংগঠনও খুব শক্তিশালী। মতুয়াদের ভোটের ভাগ নিয়ে বারবার দুই দলের টানাপড়েন সামনে এসেছে। তাপস রায়কে যখন তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে এসে চমক দিয়েছিল বিজেপি, তারপরেই বিজেপি থেকে মতুয়া-মুখ মুকুটমণি অধিকারীকে তৃণমূলে নিয়ে চমক দিয়েছিল ঘাসফুল শিবির। এবার তাঁকেই প্রার্থী করে ফের চমক।
বিষয়টি নিয়ে খোঁচা দিয়ে X হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়। তবে তাঁর তালিকায় বিজেপি থেকে গিয়ে তৃণমূলের প্রার্থী হওয়ার তালিকায় রয়েছেন ৭ জন। বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, বিপ্লব মিত্র, কৃষ্ণ কল্যাণী ছাড়াও রয়েছেন কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা এবং সুজাতা মন্ডল।
কীর্তি আজাদ আগে বিজেপিতে ছিলেন, বেশ অনেকদিন আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। শত্রুঘ্ন সিনহা বিজেপি ছাড়ার পরে উপনির্বাচনে আসানসোল থেকে তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছেন, তাঁকেই টিকিট দিল বিজেপি। সুজাতা মণ্ডলও বিজেপিতে ছিলেন, সৌমিত্র খাঁ-এর সঙ্গে ঝামেলার প্রায় সঙ্গেই সঙ্গেই বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখান তিনি। তারপরে তৃণমূলের হয়ে মাঠে নেমে সংগঠনও করেছেন।
আরও পড়ুন: আপনার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হলেন? পুরনো নেতা না কি নতুন মুখ?