দফায় দফায় ট্যুইট করে বসপা নেত্রী কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেন, তাঁদের জোট উত্তরপ্রদেশে কংগ্রেসকে হারানোর শক্তি ধরে বলে দাবি করেন। রবিবার কংগ্রেস জানায়, তারা মায়াবতীদের জন্য উত্তরপ্রদেশে সাতটি আসন ছাড়ছে। সপা-বসপা-আরএসডি জোটের জন্য সাতটি সহ অন্যদের জন্য ডজনের বেশি আসন খালি রাখছে, আপনা দলের জন্যও দুটি আসন ছাড়বে ও স্বল্প পরিচিত জন অধিকার পার্টির সঙ্গে আসনরফা করবে। উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর জানান, কংগ্রেস সপা-র দখলে থাকা মইনপুরি, কনৌজ, ফিরোজাবাদ ও যেসব আসনে বসপা প্রধান ও আরএলডি সভাপতি অজিত সিংহ, তাঁর ছেলে জয়ন্ত চৌধুরি লড়তে পারেন, সেখানে প্রার্থী দেবে না। সপা-বসপা জোটের সনিয়া গাঁধীর রায়বরেলি, রাহুল গাঁধীর অমেঠিতে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তের পাল্টা সৌজন্যবশতঃ এই সিদ্ধান্ত তাঁদের।
পাল্টা মায়াবতীর ট্যুইট, কংগ্রেস একাই উত্তরপ্রদেশে ৮০ আসনে প্রার্থী দিক। আমাদের জোট বিজেপিকে হারাতে যথেষ্ট সক্ষম। কংগ্রেস সাতটি আসন জোটকে ছাড়ার কথা বলে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকুক। বসপা ফের স্পষ্ট করে দিচ্ছে, কংগ্রেসের সঙ্গে উত্তরপ্রদেশ ও দেশের কোথাওই কোনও জোট বা বোঝাপড়া হচ্ছে না। কংগ্রেস প্রায় প্রতিদিনই যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাতে পা দেওয়া উচিত নয় আমাদের কর্মীদের।
সপা সভাপতি অখিলেশ সিংহ যাদবও ট্যুইট করেন, সপা-বসপা-আরএলডি জোট বিজেপিকে হারাতে সক্ষম উত্তরপ্রদেশে। কংগ্রেসের বিভ্রান্তি ছড়ানোর প্রয়োজন নেই।