গত শুক্রবার চেন্নাইয়ে আসেন ধোনি। তারপর থেকেই নিজের কাজ শুরু করে দেন। তাঁকে হেড কোচ স্টিফেন ফ্লেমিং ও ব্যাটিং কোচ মাইক হাসির সঙ্গে আলোচনা করতেও দেখা যায়।
ফ্লেমিং ও হাসির সজাগ নজরের সামনে ব্যাটিং অনুশীলন করলেন ধোনি, সুরেশ রায়না ও কেদার যাদবরা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের শেষ দুটি ম্যাচে খেলেননি ধোনি। বিশ্রাম নিয়ে তরতাজা ধোনি ফিটনেস ও শট খেলায় অন্যদের তুলনায় একটু এগিয়ে রয়েছেন বলেই মনে হল। রাঁচিতে তৃতীয় একদিনের ম্যাচের আগে ছয় মারার প্রতিযোগিতার মতো চেন্নাইয়ের হয়ে অনুশীলনের প্রথম দিন নেটে একের পর এক বড় শট খেলতে দেখা গেল ধোনিকে।
আগামী ২৩ মার্চ বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করবে চেন্নাই।