নয়াদিল্লি: কড়া নিরাপত্তার মধ্যে মেঘালয় (Meghalaya) ও নাগাল্যান্ড (Nagaland) বিধানসভার ৫৯টি আসনে ভোটগ্রহণ হল। ৫৫২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৩৪ লক্ষ ভোটার। এদিন বেলা ৩টে পর্যন্ত মেঘালয়ে ভোট পড়েছে ৬৩.৯১ শতাংশ। নাগাল্যান্ডে ভোটের হার ৭৩ শতাংশ।                                             


মেঘালয়ে ভোটগ্রহণ: মেঘালয়ে ৩৬৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২১ লক্ষেরও বেশি ভোটার। এখানে ১১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে চলে ভোটগ্রহণ। মেঘালয়ে ৬০ আসনের বিধানসভায় ৫৭টি আসনে লড়ছে শাসকদল এনপিপি। তাদের দাবি, ৩০ আসনের বেশি দখল করবে তারা। ৫৬টি আসনে প্রার্থী দিয়েছে সে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি লড়ছে ৪৬টি আসনে। ১টি আসনে প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৭৬.২৭ শতাংশ ভোট পড়েছে। উত্তর-পূর্বের দুই রাজ্যেই সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলে। মেঘালয়ে গতবছর কংগ্রেসে ভাঙন ধরিয়ে বিরোধী দলের জায়গা নেয় তৃণমূল। এবার বিধানসভা ভোটে ছাপ ফেলতে পারবে পশ্চিমবঙ্গের শাসক দল? ক্ষমতা ধরে রাখতে পারবে এনপিপি?                                                                                  

নাগাল্যান্ডে ভোটগ্রহণ: আজ নাগাল্যান্ডেও ভোটগ্রহণ হয়। ৫৯টি বিধানসভা আসনে ভাগ্য নির্ধারণ হবে ১৮৩ জন প্রার্থীর। ২৫টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। ২০১৮ সালের ফর্মুলা অনুযায়ী, ৪০:২০ হিসেবে আসন সমঝোতা করছে ন্যাশনাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি। ২ মার্চ, দুই রাজ্যেই ভোটের ফল ঘোষণা। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৮৪.০৮ শতাংশ ভোট পড়েছে। 


বুথফেরত সমীক্ষা: মেঘালয়ে অবশ্য সমীকরণ কিছুটা আলাদা। বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে ৬০ আসন বিশিষ্ট মেঘালয়ে পদ্ম ফোটার সম্ভাবনা কম। ন্যাশনাল পিপলস পার্টি(NPP) ম্যাজিক ফিগার পেয়ে যেতে পারে। বলা হয়েছে, এনপিপি পেতে পারে ১৮ থেকে ২৪টি আসন, কংগ্রেস- ১২টি, বিজেপি ৪-৮টি আসন পেতে পারে। নাগাল্যান্ডে অবশ্য জয়ের হাসি হাসতে পারে বিজেপিই। ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় ম্যাজিক ফিগার হল ৩১। এখানেওন্যাশনাল ডেমোক্র্যাটিক পিপলস পার্টি (NDPP) ও বিজেপি যৌথভাবে ম্যাজিক ফিগার পেরিয়ে সরকার গড়বে বলেই বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। এই রিপোর্ট অনুযায়ী, বিজেপি জোট পাবে ৩৮-৪৮টি আসন এনপিএফ পেতে পারে ৩-৮টি আসন, কংগ্রেস ১-২টি আসন এবং অন্যান্যরা ৫-১৫টি আসন পেতে পারে। 


আরও পড়ুন: Assembly Election Exit Poll: ত্রিপুরা-নাগাল্যান্ডে ফের গেরুয়া-ঝড়, মেঘালয়ে কঠিন লড়াই; কী বলছে বুথ ফেরত সমীক্ষা?