নয়া দিল্লি: এয়ার ইন্ডিয়ার (Air India) খাবার নিয়ে নানা সময় নানা অভিযোগ সামনে এসেছিল। এবার সেই বিতর্ককে ফের উস্কে দিলেন বিশিষ্ট শেফ সঞ্জীব কপূর (Chef Sanjeev Kapoor)। বিমানে তাঁকে যে খাবার পরিবেশন করা হয়েছিল তা নিয়েই এবার ক্ষোভ উগরে দিয়েছেন শেফ। এদিন ট্যুইটারে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।                     


শেফের অভিযোগ, তিনি এয়ার ইন্ডিয়ার বিমানে উঠে খাবার অর্ডার করেছিলেন। সেখানে তাঁকে দেওয়ায় হয়, বরফঠান্ডা চিকেন টিক্কা, নামমাত্র ফিলিং দেওয়া স্যান্ডউইচ, তরমুজ, এবং ডেজার্টে ফলের রসের বদলে 'সুগার সিরাপ'। এই মিলটি পেয়ে রীতিমত ক্ষুদ্ধ শেফ। 


এদিন ট্যুইটারে তিনি লেখেন, 'দয়া করে এই বিষয়টি দেখে হোক এয়ার ইন্ডিয়া। নাগপুর-মুম্বই বিমানে এমন মারাত্মক অভিজ্ঞতা হয়েছে। ঠান্ডা চিকেন টিক্কা, স্যান্ডউইচে নামমাত্র জিনিস। একটু বাঁধাকপি আর মেয়োনিজ। ফলের রসের বদলে চিনির রস ছিল। আর কেকের বদলে স্পঞ্জের মতো কিছু একটা হলদে জিনিস দেওয়া ছিল।' এখানেই থেমে থাকেননি তিনি। এই খাবার আদৌ খাওয়া যায় কি না সেই প্রশ্নও করেছেন তিনি উড়ান সংস্থার কাছে।                             


যদিও এখনও কিছু উত্তর দেওয়া হয়নি এয়ার ইন্ডিয়ার তরফে। 






আরও পড়ুন, 'দেশে আগুন জ্বালাতে চান?' ঐতিহাসিক স্থানের নাম বদলের পিটিশন খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের


ফ্লাইটের সময় এয়ার ইন্ডিয়ার খাবার নিয়ে অসন্তোষ এবং সমালোচনা করেছেন অনেকেই। টাটা গ্রুপের মালিকানাধীন এয়ারলাইনটির এমন অবস্থা কেন, সেই প্রশ্নও উঠেছে একাধিকবার।         


কিছুদিন আগে মিমি টুইটারে একটি ছবি পোস্ট করে জানান, বিমানসংস্থার পক্ষ থেকে দেওয়া খাবারে ছিল চুল। অভিযোগ জানানোর পরও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এতেই ক্ষিপ্ত অভিনেত্রী তথা রাজনীতিবিদ। এমিরেটস এর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। টুইটারে গোটা বিষয়টি জানিয়েছেন মিমি। শেয়ার করেছেন খাবারের প্লেটের ছবি। যেখানে খাবারের মাঝে একটি লম্বা কালো চুল দেখা গিয়েছে। মিমি জানান, ক্রস্যাঁ (একধরনের ফরাসি খাবার) খাচ্ছিলেন তিনি। সেই সময়ই চুলটা মুখে পড়ে। কিন্তু তা জানানো সত্ত্বেও বিমান সংস্থার তরফে কোনও উত্তর মেলেনি।