সৌভিক মজুমদার, কলকাতা: পঞ্চায়েতে পুনর্নির্বাচন (Panchayat Reelections ) ও পুনর্গণনার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের  (Calcutta High Court) দ্বারস্থ হলেন দুই মেদিনীপুরের তৃণমূল ও নির্দল প্রার্থীরা (Independent Candidate)। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। শুক্রবার বিচারপতি অমৃতা সিন্হার (Amrita Sinha) এজলাসে শুনানির সম্ভাবনা। 


পঞ্চায়েত ভোট (Panchayat Election) ঘিরে হিংসা (Post Poll Violence), হানাহানির ছবি রাজ্যজুড়ে (West Bengal)। ভোট লুঠ, ছাপ্পা, নির্বাচনের নামে প্রহসন, এমন একাধিক অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। এবার পুনর্নির্বাচন ও পুনর্গণনার দাবিতে আদালতের দ্বারস্থ হলেন খোদ শাসকদলের প্রার্থীরাই। একই দাবিতে হাইকোর্টে আবেদন জানিয়েছেন নির্দল প্রার্থীরাও।


জয়ী প্রার্থীরাও রয়েছেন আবেদনকারীদের মধ্যে। ৯ জন আবেদনকারীর মধ্যে ৭ জন তৃণমূল ও ২ জন নির্দল প্রার্থী। এঁরা মূলত পূর্ব মেদিনীপুরের (East Midnapore) খেজুরি, রামনগর ও পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা। 


তাঁদের অভিযোগ, কেউ ভোটে জিতে শংসাপত্র পাননি।  কোথাও আবার ব্যালট পেপারে সই নেই প্রিসাইডিং অফিসারের। পুনর্নির্বাচন ও পুনর্গণনার দাবিতে বুধবার বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে আবেদন জানান তৃণমূল ও নির্দল প্রার্থীরা।  মামলা দায়েরের অনুমতি দেয় আদালত। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। 


ভোট নিয়ে ভুরিভুরি অভিযোগ: মনোনয়নপর্ব থেকে শুরু করে একাধিক অভিযোগ সামনে এসেছে।  ভোট সংক্রান্ত একাধিক অভিযোগের প্রেক্ষিতে, গত কয়েকদিনে বেশ কয়েকজন বিডিও-কে তলব করেছে কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটে কারচুপির অভিযোগে, ইতিমধ্য়েই বিডিও-দের বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি! এবার ২১ জুলাই জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিল তারা। তবে বিডিও-দের ভূমিকা নিয়ে শুধু যে বিরোধীরাই সরব, এমন নয়।  এখনও পর্যন্ত ৬ জন বিডিওর থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট! কাউকে কাউকে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। 


হাবড়া ২ নম্বর ব্লকের দিঘরা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথে, ভোটারের চেয়ে প্রদত্ত ভোটের সংখ্যা অনেক বেশি! মোট ভোটার সংখ্য়া যা, ভোট পড়েছে তার থেকে প্রায় ১৬৭ শতাংশ বেশি! এই পরিস্থতিতে হাবড়া ২ নম্বর ব্লকের বিডিও-র থেকে রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিন্হা। 


জ্যাংড়া হাতিয়াড়া দু নম্বর পঞ্চায়েতে ভোটের দিন অনেক ভোটারকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বাধাদানকারীদের মুখে শোনা গেছিল ভোট বয়কটের অজুহাত!  ভোট বয়কটের বুথে ভোট পড়েছে ৯৫ শতাংশ! এই মামলাতেও রাজারহাটের বিডিও-র তথ্য তলব করা হয়। জলপাইগুড়ির ধূপগুড়িতে শাঁখোয়াঝোড়া-২ গ্রাম পঞ্চায়েতের ভোটকেন্দ্রে, ভোটের দিনই বুথের বাইরে ৪৭টি ব্যালট পেপার উদ্ধার করা হয়। সেই ঘটনার জলও গড়ায় আদালত পর্যন্ত। ৩ অগাস্টের মধ্যে BDO-কে রিপোর্ট দিতে বলেছেন বিচারপতি অমৃতা সিন্হা। 


আরও পড়ুন: Durgapur: চাপের মুখে পিছু হঠল দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন, ৬ দিন পর কাটল ACJM-এর এজলাসের অচলাবস্থা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial