কলকাতা: যাদবপুর (Jadavpur) লোকসভা কেন্দ্রের বাঘাযতীনে রাতে তৃণমূলের বাইক বাহিনীর 'তাণ্ডব'। সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ। ইটের ঘায়ে ভেঙে গিয়েছে জানলার কাচ।
তৃণমূলের বাইক বাহিনীর 'তাণ্ডব': রাজ্যে সপ্তম দফার নির্বাচন (Loksabha Election 2024) আজ। ৯টি লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৭ হাজার ৪৭০। এর মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে ৩ হাজার ৭৪৮। সপ্তম ও শেষ দফার ভোটে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। ক্যুইক রেসপন্স টিমের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৯৫৮। যাদবপুর লোকসভায় সবথেকে বেশি ২ হাজার ১২০টি বুথ রয়েছে। এর মধ্যে ৩২৩টি স্পর্শকাতর বুথ। আর ভোটের আগের রাতে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাঘাযতীনে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল। অভিযোগ, ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর নেতৃত্বে সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। হামলার জেরে ভেঙে যায় জানলার কাচ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
সিপিএমের উপর আক্রমণের অভিযোগ: ভোটের কয়েকঘণ্টা আগে গতকাল ধুন্ধুমার কাণ্ড বেধে যায় যাদবপুরে। গাঙ্গুলিবাগানের রবীন্দ্রপল্লিতে তিন জন প্রবীণ সিপিএম কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত সিপিএম কর্মীদের মধ্যে রয়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোলিং এজেন্টের স্বামীও। প্রবীণ সিপিএম কর্মী প্রণব দাস ও শান্তি সাহাকেও বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে পাল্টা তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, "এই সব মিথ্যে অভিযোগ, বরং আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে সিপিএম।'' ভোটের কয়েকঘণ্টা আগে গতকাল রাতে উত্তপ্ত দমদম লোকসভা কেন্দ্র। বিশরপাড়ার নবজীবন এলাকায় সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে। সিপিএমের অভিযোগ, বাড়ি গিয়ে তাদের এজেন্টকে মারধর ও হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে সিপিএম। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: বিজেপির বুথ এজেন্টের বাড়ির সামনে সাদা থান, ভোটের আগের দিন চাঞ্চল্য খড়দায়