কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, নয়াদিল্লি: কারা থাকছেন মোদির নতুন (Modi Swearing In Ceremony) মন্ত্রিসভায়? বাংলা থেকে মুখ কারা? ভাবী মন্ত্রীদের সঙ্গে সকাল সাড়ে ১১টায় চা-চক্রে যোগ দেবেন মোদি। মোদির নতুন মন্ত্রিসভার সদস্যদের কাছে শপথের জন্য যাচ্ছে ফোন। নীতীশের দল জেডিইউ থেকে ডাক পেয়েছেন লালন সিংহ, রামনাথ ঠাকুর। বাংলা থেকে মোদির চা-চক্রে আমন্ত্রণ পেলেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur Invited In Tea Party)।


আর যা...
ফের মোদির মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু। টিডিপি থেকে মন্ত্রী হচ্ছেন রামমোহন নায়ডু। আমন্ত্রণ পেলেন জেডিএস-এর কুমারস্বামী। ফোন গিয়েছে অর্জুন রাম মেঘওয়ালের কাছে। ফোন পেয়েছেন এলজেপি-র চিরাগ পাসোয়ান। হামের জিতনরাম মাঝিও পেয়েছেন মন্ত্রিত্বের জন্য ফোন গিয়েছে বলে খবর। ফের মন্ত্রী হচ্ছেন পীযূষ গোয়েল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আজ সন্ধে সওয়া ৭টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি। সাত সকালে অমিত শাহর বাড়িতে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 


প্রেক্ষাপট...
রবিবাসরীয় সকালে দিল্লির অলিন্দে শুধুই সাসপেন্স--কারা কারা কোন মন্ত্রিত্ব পেতে পারেন? বিধি অনুযায়ী, ৫৪৩ আসনের লোকসভায় ১৫ শতাংশের বেশি সংখ্যক মন্ত্রী থাকতে পারেন না। সেক্ষেত্রে সর্বোচ্চ ৮১ জন মন্ত্রী থাকতে পারেন ক্যাবিনেটে। তবে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ৫২-৫৫ জন শপথ নিতে পারেন আজ। শোনা যাচ্ছে, যাঁরা শপথ নেবেন, তাঁদের সঙ্গে এদিন চা খাওয়ার কথা তাঁর।  যদিও এর মধ্যেই ফোন-কল আসতে শুরু করেছে। নরেন্দ্র মোদি অবশ্য সতর্ক করে দিয়েছিলেন, ফোন এলেই আশান্বিত হওয়ার কিছু নেই। কার থেকে ফোন এল, সেটা জেনে নেওয়া জরুরি। 
২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটে যে পারফরম্যান্স বিজেপি করেছিল, আসনসংখ্য়ার বিচার করলে এবার তার তুলনায় বেশ খারাপ ফলাফল তাদের। দুই শরিকের উপর বিশেষভাবে নির্ভর করে সরকার গড়তে চলেছে এনডিএ। ফলে তাদের দাবিদাওয়াও মাথায় রাখতে হচ্ছে মোদি-সরকারকে। এহেন পরিস্থিতিতে টিডিপি এবং জেডি(ইউ)-র মতো দলগুলিকে কী মন্ত্রিত্ব দেওয়া হয়, সে দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। যেমন  নীতীশ কুমারের দলের তরফে রেল মন্ত্রক , চন্দ্রবাবু নায়ডুর তরফে সড়ক পরিবহণ মন্ত্রক দাবি করা হয়েছে বলে সূত্রের খবর। তবে মন্ত্রক-বণ্টন পরবর্তী পর্যায়ের বিষয়। আপাতত, মন্ত্রী হিসেবে কারা শপথ নিচ্ছেন, সেটি জানতেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে দিল্লি-সহ গোটা দেশ।


আরও পড়ুন:এখনই সরকার গঠন নয়, বিরোধী হিসেবেই ফ্যাসিস্ত BJP-র মোকাবিলা, সিদ্ধান্ত I.N.D.I.A-র