নয়াদিল্লি: রাফাল যুদ্ধবিমান ডিলে দুর্নীতি, ‘কাছের লোকদের’ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে তাঁকে নিয়মিত ‘চৌকিদার চোর’ বলে কটাক্ষ করেন রাহুল গাঁধী। বিজেপি, কেন্দ্রীয় সরকার তা অস্বীকার করে। কংগ্রেস সভাপতির বিদ্রুপে গুরুত্ব না দেওয়ার ইঙ্গিত দিয়ে অনুগামী, সমর্থকদেরও ‘ম্যায় ভি চৌকিদার’ অর্থাত্ আমিও চৌকিদার শপথ নেওয়ার আহ্বান জানালেন নরেন্দ্র মোদি। বিজেপির ভোটপ্রচারের সূচনা করে দিলেন তিনি।





দুর্নীতি, সামাজিক ব্যাধি মোকাবিলায় একা নন বলে দাবি করেছেন তিনি।
নিজের এই বার্তা ছড়াতে তিন মিনিটের কিছু বেশি সময়ের একটি ভিডিও ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে লিখেছেন, আপনাদের চৌকিদার দৃঢ় ভাবে দেশের সেবা করছেন। কিন্তু আমি একা নই। দুর্নীতি, কলুষ, সামাজিক অসুখের বিরুদ্ধে লড়ছেন, এমন প্রতিটি মানুষই চৌকিদার। যিনি ভারতের প্রগতির জন্য কঠিন পরিশ্রম করছেন, তিনিও চৌকিদার। আজ প্রতিটি ভারতবাসী বলুন, #ম্যায় ভি চৌকিদার।
দুর্নীতির বিরুদ্ধে তিনি কঠোর বলে দাবি করে বহুদিন ধরেই মোদি নিজেকে ‘চৌকিদার’ বলে থাকেন। তিনি দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না, নিজেও তাতে জড়াবেন না বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী, যা নিয়ে তাঁকে নিয়মিত কাঠগড়ায় তোলে বিরোধীরা।