নয়াদিল্লি: ভারতের একদিনের দলে টেস্ট স্পেশ্যালিস্ট চেতেশ্বর পূজারাকে সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, পূজারা খুব ভালো ব্যাটসম্যান। ব্যাটিং অর্ডারের চার নম্বরে ভারত এখন পর্যন্ত যে বিকল্পগুলি নিয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়েছে, তাঁদের থেকে পূজারা অনেকটাই ভালো ব্যাটসম্যান। টিম ম্যানেজমেন্ট চার নম্বরে উপযুক্ত ব্যাটসম্যানের জন্য পরীক্ষানিরীক্ষা করছে। এক্ষেত্রে পূজারা সমস্যার সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন সৌরভ।
সৌরভ মেনে নিয়েছেন যে, ফিল্ডিং পুজারার দুর্বল দিক। কিন্তু ব্যাটসম্যান হিসেবে পূজারা খুবই ভালো।
সৌরভ বলেছেন, এ প্রসঙ্গে আমি যা বলব, তা শুনলে অনেকের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে নাও হতে পারে। আমার এই প্রস্তাব শুনলে অনেকেই হাসতেও পারে। কিন্তু আমি মনে করি, ভারতের একদিনের দলে চার নম্বরে ব্যাট করা উচিত।ওর ফিল্ডিং হয়ত দুর্বল কিন্তু ও খুব ভালো ব্যাটসম্যান। আমার এই কথা শুনে কেউ কেউ চমকে যাবে, কিন্তু গুণমানসম্পন্ন ব্যাটসম্যান চাইলে, ভারত এ পর্যন্ত যে বিকল্পগুলি পরখ করেছে, তাঁদের মধ্যে পূজারাই সেরা পছন্দ।
সৌরভ বলেছেন, রাহুল দ্রাবিড় ভারতের একদিনের দলে যে ভূমিকা পালন করতেন, সেই ভূমিকা পালনের সক্ষমতা ভারতের টেস্ট দলের তিন নম্বর ব্যাটসম্যানের মধ্যে রয়েছে।
সৌরভ বলেছেন, এটা একেবারেই তাঁর ব্যক্তিগতমত। অনেকেই তাঁর এই প্রস্তাবের সঙ্গে সহমত হবেন না। একদিনের ক্রিকেটে ব্যাটিং জমাটভাবটা প্রয়োজন।এক্ষেত্রে পূজারা তা প্রদান করতে সক্ষম।প্রথম তিন ব্যাটসম্যান তো
খুবই সক্ষম এবং প্রচুর রান করে। এক্ষেত্রে পূজারা প্রয়োজনীয় জমাটভাবটা ব্যাটিং অর্ডারে এনে দিতে পারেন পূজারা।