রানিনগর : ভোটের আগে বেলাগাম সন্ত্রাস, ফের উত্তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর (Raninagar)। ফের কংগ্রেস প্রার্থীর (Congress Candidate) বাড়িতে হামলার অভিযোগ উঠল। পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী কুদ্দুস আলির বাড়িতে হামলা চালানো হয়। তৃণমূল ছেড়ে কংগ্রেসে এসেছিলেন কুদ্দুস আলি। তৃণমূল ব্লক সভাপতির উপস্থিতিতে হামলার অভিযোগ উঠেছে। বাড়ি ঘিরে ধরে মুহুর্মুহু ইটবৃষ্টি চলে বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও, পর পর ইট ছোড়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। গতকাল রাতে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে রানিনগরে মুড়ি-মুড়কির মতো বোমা পড়ে। 


পঞ্চায়েত ভোটের মুখে গতকাল ফের মুর্শিদাবাদের রানিনগরে বোমাবাজি। গতকাল দুপুরে চাকরানপাড়ার পর রাতে গোধনপাড়ায় মুড়ি-মুড়কির মতো পড়ে বোমা। তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে চলে ইট ছোড়াছুড়ি। ২ তৃণমূল কর্মীর মাথা ফাটে। তৃণমূলের অভিযোগ, কংগ্রেসের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। তৃণমূল কর্মীরা তাড়া করলে তারা বোমা ছুড়তে ছুড়তে পালায়।


পাল্টা কংগ্রেসের দাবি, তাদের দলের এক কর্মী রাজমিস্ত্রির কাজে গেলে তাঁকে তাড়িয়ে দেয় তৃণমূল কর্মীরা। এই নিয়েই তর্কবিতর্ক। তৃণমূলের দুষ্কৃতীরাই বোমাবাজি করে বলে কংগ্রেসের অভিযোগ। ডোমকলের SDPO-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পঞ্চায়েত ভোটের আগে যেন বারুদের স্তূপে বাংলা ! জায়গায় জায়গায় বোমাবাজি, উদ্ধার হচ্ছে বোমা ! তার মধ্যেই পঞ্চায়েত নির্বাচনের আবহে আরও একটি মৃত্যুর সাক্ষী হল বাংলা ! মুর্শিদাবাদের বেলডাঙার মহ্যমপুর বাগানপাড়ায় পাট খেতে বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হয় এক দুষ্কৃতীর। মৃতের নাম আলিম বিশ্বাস। বেলডাঙারই কাপাসডাঙার বাসিন্দা। এ নিয়ে পঞ্চায়েত ভোট শুরুর আগেই, ১৬ দিনে রাজ্যে মৃত্যু হল ১০ জনের!


পুলিশ সূত্রে খবর, আজ সকাল ৯টা নাগাদ মহ্যমপুরের বাগানপাড়ায় পাট খেতের মধ্যে বোমা বাঁধার কাজ চলছিল। তখনই বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দারা জোরাল শব্দ শুনে সেখানে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক ব্য়ক্তি। মাথা, মুখ-সহ শরীরের বিভিন্ন অংশ থেকে অনবরত বেরিয়ে যাচ্ছে রক্ত ! পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয় আলিম বিশ্বাসের। 


কংগ্রেসের অভিযোগ, বোমা বাঁধায় দক্ষ ওই দুষ্কৃতীকে তৃণমূল ভাড়া করে এনেছিল। অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। পঞ্চায়েত ভোটের আবহে বাংলায় গত ১৬ দিনে এই নিয়ে ১০ জনের মৃত্যু হল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial