হরিহরপাড়া : মুর্শিদাবাদে বিক্ষুব্ধ আরও এক তৃণমূল বিধায়ক । হুমায়ুন কবীরের পর ক্ষোভ প্রকাশ করলেন নিয়ামত শেখ। জেলা সভাপতি ও তৃণমূল প্রার্থী আবু তাহেরকে নিশানা করলেন হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত।


ক্ষোভের সুরে নিয়ামত বলেন, "সেদিন তো এলেন। ২০১৯ সালে। এসেই এমপি টিকিট পেলেন। আমাদের যন্ত্রণা, আমাদের কষ্ট কতটা বোঝেন তিনি ? ২০১৬ সালে গালাগালি করেছেন। আমাদের নেত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন। ২০১৯ সালে এসে এমপি, সভাপতি হয়েছেন। আর আমরা ২০০৯ সাল থেকে আছি। এতদিন ধরে সংগঠন করছি, সংগঠনে আমাদের কোনও দায়িত্ব নেই। পঞ্চায়েত ভোটে আমাদের প্রায় ৪২টি বোমা মারা হয়েছিল। চারটি গাড়ি ভেঙেছিল। আমরা তখন মরেই যাচ্ছিলাম। একদিনও কি এই সাংসদ এসে খোঁজ নিয়েছেন ? দলের শীর্ষ নেতাদের বলেছি, একদিনও তো দলের পক্ষ থেকে খোঁজ নেননি। আমরা মরে যাব। আবার লোক দাঁড়াবে। দল তো থাকবে। তাহলে আমাদের মতো লোক মারা গেলে খোঁজ থাকবে না তাঁদের ? এসব ক্ষোভের কথা বলেছি আমি। কী অন্যায্য কথা বলেছি ?"


সম্প্রতি বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার গুজরাতের বরোদার বাসিন্দা ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে সরব হন হুমায়ুন কবীর। ভরতপুরের তৃণমূল বিধায়ক মন্তব্য় করেন, অন্য় রাজ্য় থেকে খেলোয়াড় এনে বা কলকাতা থেকে গায়ক এনে অধীর চৌধুরীকে হারানো যাবে না। মা-মাটি-মানুষের জন্য় লড়াই। এনিয়ে ফিরহাদ হাকিমের সঙ্গে সাক্ষাতের পরেও বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে বিদ্রোহ জিইয়ে রাখেন হুমায়ুন কবীর। বহরমপুর, মুর্শিদাবাদে মনোনয়নে এখনও অনেক সময় বাকি। ভাল আলোচনা হয়েছে দাবি করে মন্তব্য় করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।


লোকসভা ভোট ঘোষণা হতেই অধীর চৌধুরীর গড়ে তুঙ্গে উঠেছে রাজনীতির পারদ। মুর্শিদাবাদে দাঁড়িয়ে সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ করেন জেলার তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত ফিরহাদ হাকিম। অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। এরপরেই সরাসরি মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের উদ্দেশ্য়ে চ্য়ালেঞ্জ ছুঁড়েছেন অধীর চৌধুরী। যা নিয়ে গত শনিবারের কর্মিসভা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিশানা করেন ফিরহাদ।


এদিকে, জেলার দলের দায়িত্বপ্রাপ্ত ফিরহাদ হাকিমের কর্মিসভায় দেখা যায়নি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ও হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখকে। লোকসভা ভোটে বহরমপুরে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে সম্প্রতি ক্ষোভ উগরে দেন হুমায়ুন কবীর। গত পঞ্চায়েত ভোটে প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখও। এবার আবু তাহেরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে