নদিয়া: আজ নদিয়া থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টায় কৃষ্ণগঞ্জ বিধানসভার বাদকুল্লায় তাঁর নির্বাচনী সভা। এর আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে নবজোয়ার কর্মসূচিতে কৃষ্ণগঞ্জে অভিষেকের সভা বাতিল হয়। ২০১৬-য় কৃষ্ণগঞ্জ বিধানসভা তৃণমূল দখল করলেও, বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হওয়ার পর, ২০২১-এ এই আসন ছিনিয়ে নেয় বিজেপি। সেখান থেকেই আজ নির্বাচনী প্রচার শুরু করছেন অভিষেক। এর পর মুর্শিদাবাদের ডোমকলে রোড শো করবেন তিনি। গতকাল দুপুরে ডোমকল পুর-এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। বিকেলে ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে সিপিএমের মিছিলে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বোমা-গুলি চলে। তাদের ৪ কর্মী জখম হন বলে তৃণমূলের দাবি। এই অশান্তির আবহেই আজ ডোমকলে অভিষেকের নির্বাচনী প্রচার। 


কাল ডোমকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। তার আগে উত্তপ্ত ডোমকল। সিপিএমের মিছিলে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা, তৃণমূলের দাবি, গুলি-বোমা নিয়ে সিপিএমই তাঁদের ওপর হামলা করেছে। আহত চার। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।                                                          



দুপুরে বোমাবাজি। বিকালে গুলির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে, পঞ্চায়েত ভোটের মুখে ফের আতঙ্ক ফিরল মুর্শিদাবাদের ডোমকলে। সোমবার, বিকালে ডোমকলের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে কর্মিসভা করে সিপিএম। এরপর, তারা এলাকায় একটি মিছিলও করে। সিপিএমের অভিযোগ, সেই মিছিলে হামলা চালায় তৃণমূল। যদিও, এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল দাবি, সিপিএমের লোকজনই তাঁদের ওপর


গুলি করার পাশাপাশি বোমাও মারা হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, এই ঘটনায় তাঁদের চার জন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের প্রথমে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে, তাঁদের স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।



তার আগে ফের উত্তপ্ত ডোমকল> এদিন দুপুরে ডোমকল পুর এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ হয়। এই ঘটনায়, একজন আহত হয়ে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনার পর থেকে পরিবারের সকলেই পলাতক। এক সময়ে, বোমাগুলির রমরকমার কারণে, ডোমকলকে বোমকল বলে ডাকা হত। পঞ্চায়েত ভোটের মুখে একের পর একবার ফের ফিরছে সেই আতঙ্ক।