প্রদ্যোৎ সরকার ও আবীর দত্ত, রাণাঘাট : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে রাজ্যজুড়ে জারি বেলাগাম সন্ত্রাস। নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জে এবার আক্রান্ত বিজেপি বিধায়কের (BJP MLA) পরিবার। রানাঘাট দক্ষিণের (Ranaghat South) বিধায়ক মুকুটমণি অধিকারীর মা, বাবা, ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। প্রতিবাদে কৃষ্ণগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এই ঘটনায় দু’পক্ষই কৃষ্ণগঞ্জ থানায় (Krishnagung Police Station) অভিযোগ দায়ের করে। উভয়পক্ষের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। বিধায়কের পরিবার আক্রান্ত হওয়ায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। বসানো হয়েছে বিশাল পুলিশ পিকেট। 


জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত গতকাল রাত সাড়ে ১০ টা নাগাদ। অভিযোগ, বিজেপি বিধায়কের বাড়ির কাছেই এক বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে (Bombs Hurled) তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। দু’পক্ষের সংঘর্ষ বেধে যায়। গন্ডগোল থামাতে গেলে, বিজেপি বিধায়কের মা, বাবা, ভাইকেও মারধর করা হয়। আহত তিনজন হাসপাতালে ভর্তি। তৃণমূলের (TMC) প্রতিক্রিয়া এখনও মেলেনি।


মুকুটমণি অধিকারীর অভিযোগ, স্থানীয় বিজেপি প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছিল। মারধর করা হয় গেরুয়া শিবিরের কর্মীদেরও। যেখান থেকে সোজা হামলা চালানো হয় পরিবারের লোকজনের ওপর। বিজেপি বিধায়কের ভাইয়ের বক্তব্য, রাজ্যজুড়ে কীরকম সন্ত্রাস চলছে তা সবাই দেখতেই পাচ্ছে। আমাদের ওপরও তৃণমূলের দৃষ্কৃতীরা হামলা চালাল।


গতকালই ক্লাব নিয়ে অশান্তির জেরে নদিয়ার ধানতলায় প্রাণ গিয়েছে বিজেপি সমর্থকের। এলাকার তৃণমূল আশ্রিত এক দুষকৃতীর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে নিহতের পরিবার। বিজেপিকে সমর্থন করাতেই তৃণমূলের আক্রমণ, অভিযোগ গেরুয়া শিবিরের। ক্লাবের নিজস্ব গন্ডগোল, রাজনীতির যোগ নেই, পাল্টা দাবি তৃণমূলের। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।             


আরও পড়ুন- ভেটাগুড়িতে তৃণমূল অঞ্চল সভাপতির গাড়ি ভাঙচুর, পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মন্ত্রীর


এদিকে, তৃণমূলের আক্রমণের হাত থেকে বাঁচতে রাতভর জঙ্গলে লুকিয়ে থাকলেন বিজেপি প্রার্থী। দাঁতনের ঘটনায় শাসকদলের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ। গতকাল সকালে বিজেপি প্রার্থীকে আহত অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ। অন্য়দিকে, উত্তর ২৪ পরগনার গোপালনগরে বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে।         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial