প্রদ্যোৎ সরকার, কৃষ্ণনগর : বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রচুর কর্মী ও সমর্থককে নিয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। আজ দুপুরে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে শুরু হয় শোভাযাত্রা। হুড খোলা গাড়িতে চেপে প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে নদিয়ার জেলাশাসকের দফতরে পৌঁছান মহুয়া। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও অন্যান্য বিধায়করা।
এছাড়াও বিভিন্ন বিধানসভা এলাকা থেকে আসা কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক মনোনয়নের শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। মহুয়াকে স্বাগত জানাতে রাস্তার দু'পাশে জড়ো হয়েছিলেন দলের অসংখ্য কর্মী সমর্থক। মহুয়া তাঁদের কাছে আসতেই শুরু হয় পুষ্পবৃষ্টি। জেলাশাসকদের দফতরে পৌঁছে জেলাশাসক এস অরুণপ্রসাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন মহুয়া।
এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরে ত্রিমুখী লড়াই। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর লড়াই, বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং সিপিএম প্রার্থী এস এম শাদির সঙ্গে। কৃষ্ণনগর লোকসভা আসন থেকেই গতবার জিতেছিলেন মহুয়া মৈত্র। লোকসভায় বরাবর বিজেপি এবং নরেন্দ্র মোদির কড়া সমালোচক হিসেবে পরিচিত মহুয়া মৈত্র। গত লোকসভার শীতকালীন অধিবেশনে 'ক্য়াশ ফর কোয়েশ্চেন' অভিযোগে লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। সেই সময়ে আগাগোড়া তাঁর পাশে দাঁড়িয়েছে দল। মহুয়াকে ফের তাঁর পুরনো কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল বুঝিয়েছে দিল্লির লড়াইয়ে মহুয়া মৈত্রের উপরেই পূর্ণ আস্থা রাখছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই শুরু করেন প্রচার।
সেখানেও মহুয়া মৈত্রের প্রশংসার সুর শোনা যায় তাঁর গলায়। তিনি বলেন, 'মহুয়ার উপর অত্যাচার হয়েছে, লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে। বিজেপির বিরুদ্ধে কথা বলত বলে মহুয়ার উপর অত্যাচার করেছে। মহুয়ার বৃদ্ধ বাবা-মাকেও ছাড়েনি, ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে।'
এমনকী মহুয়া মৈত্রের বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি প্রার্থীকে নিয়েও কড়া সমালোচনা করেন মমতা। তিনি বলেছিলেন, 'মহুয়ার বিরুদ্ধে যাকে দাঁড় করিয়েছে, তাঁর পরিবারের ইতিহাস ভুলে গেছেন? ইংরেজদের সাহায্য করে বাংলার স্বাধীনতা বিসর্জনে সহযোগিতা করেছিলেন? মোদিবাবু কি ইতিহাস ভুলে গেলেন।'
এই পরিস্থিতিতে 'প্রেস্টিজ' ফাইট কৃষ্ণনগরে (Krishnanagar)। তৃণমূল ও বিজেপি কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। জোরদার প্রচার করতে দেখা গেছে দুই দলের প্রার্থীকে। তবে, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকার মধ্যে ছয়টিতেই তৃণমূলের পক্ষে অনুকূল পরিস্থিতি থাকলেও, মাথাব্যথার কারণ কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণনগর পৌরসভা এলাকা। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে এটিই একমাত্র পৌরসভা এলাকা। পৌরসভা তৃণমূলের দখলে থাকলেও, দেখা গিয়েছে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই এলাকা থেকে বিপুল ভোটে পিছিয়েছিল তৃণমূল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।