মুর্শিদাবাদ: লোকসভা ভোটের আগে সদ্য হয়ে গিয়েছে রামনবমী (Ram Navami 2024)। আজ শুক্রবার চলছে প্রথম দফার ভোট। আর পরশু ছিল রামনবমী। যা নিয়ে আগেই 'বিজেপির বিরুদ্ধে অশান্তি'-র আশঙ্কার বার্তা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর এদিন প্রথম দফার ভোটের দিনেই গেরুয়াশিবিরকে একহাত নিলেন। মূলত, রামনবমীর শোভাযাত্রায় কোনও অস্ত্র ব্যবহার করা যাবে না বলে আগেই, শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিল হাইকোর্ট। এদিকে  হাওড়ায় রামনবমীতে বিজেপির অস্ত্রমিছিল দেখা যায়। সেই অস্ত্র মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এদিন প্রশ্ন ছুড়লেন তৃণমূল সুপ্রিমো (TMC)। কে অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করার ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর।


এদিন মমতা বলেন, 'আপনাদের বলি, পরশুদিন ছোট্ট একটা ঘটনা ঘটিয়েছিল। আমি জায়গাটার নাম বললাম না। গতকাল আবার ঘটিয়েছিল। তাতে ওসি এবং আমার একজন ভাইও আহত। উনিশ জন আহত হয়েছেন। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা ? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার ? কে অধিকার দিয়েছে মণিপুরে ২০০ চার্চ পুড়িয়ে দেওয়ার ? কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার ? কে অধিকার দিয়েছে দলিতদের উপর অত্যাচার করবার ? কে অধিকার দিয়েছে , সংখ্যা লঘু দেখলেই তাঁদের বাড়িতে NIA ঢুকে পড়বার ? এরপরই তিনি মনে করান সেই প্রচলিত বাক্য। বলেন, যত গর্জে, তত বর্ষে না। শূন্য কলসি, বড্ড বাজে বেশি।'


তিনি বলেন, 'মানুষ আছেই বলে তৃণমূল আছে। সোমবার থেকে স্কুল ছুটি। ভোটটা কষ্ট করে দিতে হবে। যারা পরিযায়ী শ্রমিক আছেন। রমজান মাসে যারা বাড়ি এসেছেন, তারা ভোট না দিয়ে যাবেন না। NRC, CAA-তে নাম ঢুকিয়ে দেবে। বাংলায় NRC হয়েছে? বলুন হবে না। CAA আমি করতে দেব না। ব্যাস সব গেল, বিদেশি হয়ে গেলেন। হতাশয় ভুগবেন না, নির্বাচনের পর আবার দুয়ারে সরকার করিয়ে দেব, সব করিয়ে দেব। ভোটে সবার অধিকার সমান।যদি NRC আটকাতে হয়, CAA আটকাতে হয়, এখন আবার ইউনিফর্ম সিভিল কোড করে দিয়েছে, কারও কোনও আইডেনটিটি থাকবে না। অভিন্ন সিভিল কোড করবে। একটা নেতা, একটা দেশ। এই ধর্ম আম্বেদকরের নয়। না খেয়ে থাকতে পারব NRC, CAA করতে দেব না। এবং আমরা ইউনিফর্ম সিভিল কোডও চালু করতে দেব না।' 


আরও পড়ুন, 'TMC বুঝে গিয়েছে হেরে যাবে..', ভোট দিতে এসে মন্তব্য BJP প্রার্থী নিশীথের, নিশানা উদয়নকে


 মমতার সংযোজন,'ইন্ডিয়া জোটকে আমরা নেতৃত্ব দেব। বাংলা নেতৃত্ব দেবে। এখানে সিপিএম কংগ্রেস বিজেপির দালালি করে। তাই আমাদের সঙ্গে সম্পর্ক নেই। বিজেপির কাছ থেকে কিছু কিছু নিচ্ছে আর দিচ্ছে। পরশু ঘটনা ঘটিয়েছিল। কাল আবার ঘটিয়েছিল। ওসি এবং আমার ভাইও আহত। ১৯ জন আহত। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করার? কে আধিকার দিয়েছে? মোদিক গ্যারান্টি কী, বিজেপি নেতারা গিয়ে বলছে ১০০ দিনের টাকা দেবেন না, গঙ্গার ভাঙনে টাকা দিচ্ছে না। এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। গঙ্গা একদিন গড়ে আর একদিন ভাঙে। এগুলি নিয়ে ভাবনাচিন্ত করতে হবে। বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। কেন করতে দেবে? অর্ধেক দিতে হবে।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।