কলকাতা: রাজ্যে ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে হাইভোল্টেজ লড়াই এবার নন্দীগ্রামে।  মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী।  আজ নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দেবেন। তৃণমূল সূত্রে খবর, বেলা ১২টায় নন্দীগ্রাম শিবমন্দিরে পুজো দেবেন তিনি। তারপর চলে যাবেন হলদিয়ায়। সেখানে দুপুর ২টো থেকে রোড শো করবেন। এরপর দুপুর সাড়ে ৩টেয় হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতায় ফেরার কথা থাকলেও আজ তিনি ফিরছেন না বলে খবর। 


অন্যদিকে আজই নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। এরপর নন্দীগ্রামে রোড শো করবেন বিজেপি প্রার্থী। ঘটনাচক্রে, আজ একই দিনে নন্দীগ্রামে দু’জায়গায় দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ভিন্ন সময়ে উপস্থিত থাকবেন। 


যদিও এই কেন্দ্রে এখনও সংযুক্ত মোর্চা প্রার্থী ঘোষণা করেনি।  সূত্রের খবর, নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থীর নামও আজ ঘোষণা করা হতে পারে। 


উল্লেখ্য, এবারের হাইভোল্টেজ বিধানসভা ভোটের মুখে সেই নন্দীগ্রামকেই যুদ্ধক্ষেত্র হিসাবে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হওয়ার পর গতকাল মঙ্গলবার প্রথম নন্দীগ্রামে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের তালিকা প্রকাশের পর প্রথমবার নন্দীগ্রামে পা রেখে তাঁর সঙ্গে হলদি নদীর পাড়ের এই জনপদের পুরনো সম্পর্কের কথাই বারবার তুলে ধরার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী। জমি আন্দোলনের ১৪ বছর পর, আবারও হেভিওয়েটদের লড়াই ঘিরে পূর্ব মেদিনীপুরের এই জনপদ এখন গোটা দেশের নজরে।  কেউ বলছেন গুরু-শিষ্যের লড়াই। কেউ দাবি করছেন ভূমিপুত্র-বহিরাগতের লড়াই। কেউ বলছেন দলনেত্রীর সঙ্গে দলছুটের লড়াই। তবে যে যাই বলুন না কেন, লড়াই যে জোরদার, তা নিয়ে কোনও সন্দেহ নেই


ইতিমধ্যে নন্দীগ্রামে তৃণমূলের জন্য  দুটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। তার মধ্যে একটি থেকে, মাত্র ৫০০ মিটার দূরেই অস্থায়ী ঠিকানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।