নয়াদিল্লি: প্রতিবেশী দেশগুলিকে আগেই করোনাভাইরাসের ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছে ভারত। আরও অনেক দেশেই ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। এবার পাকিস্তানকেও করোনার ভ্যাকসিন দিচ্ছে ভারত। এ মাসেই পাকিস্তানে পাঠানো হচ্ছে ৪.৫ কোটি ভ্যাকসিন। ভারতের সঙ্গে এ বিষয়ে পাকিস্তানের চুক্তি হয়েছে। 


এ বিষয়ে পাকিস্তানের পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে ন্যাশনাল হেলথ সার্ভিসের ফেডারেল সেক্রেটারি আশরফ খাওয়াজা জানিয়েছেন, ‘গাভি চুক্তির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলিতে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। গত বছরের সেপ্টেম্বরেই পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়। তার ভিত্তিতেই পাকিস্তানে ভ্যাকসিন পাঠানো হচ্ছে। এ মাসে ৪.৫ কোটি ভ্যাকসিন পাচ্ছে পাকিস্তান। এরপর জুনে আরও ১.৬ কোটি ভ্যাকসিন পাঠানো হবে।’ 
পাকিস্তানের পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে আরও জানানো হয়েছে, এ মাসের শুরুতেই ভ্যাকসিন পাওয়ার কথা ছিল। কিন্তু একটু দেরি হচ্ছে। কিছুদিনের মধ্যেই সিরাম ইনস্টিটিউটের তৈরি ভ্যাকসিন পেয়ে যাবে পাকিস্তান। 
এখনও পর্যন্ত ১৫টিরও বেশি দেশে ভ্যাকসিন পাঠিয়েছে ভারত। আরও ২৫টি দেশে ভ্যাকসিন পাঠানো হবে বলে জানা গিয়েছে। তবে এতদিন পাকিস্তানে ভ্যাকসিন পাঠানো হয়নি। এবার এই প্রতিবেশী দেশকেও ভ্যাকসিন দিয়ে সাহায্য করছে ভারত। 


পাকিস্তানে নতুন করে করোনা সংক্রমণ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে আজ থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হচ্ছে। প্রথমে ষাটোর্ধ্ব ব্যক্তিদের চিনের পাঠানো ভ্যাকসিন দেওয়া হবে। এরপর সিরামের তৈরি ভ্যাকসিনও দেওয়া হবে। এর আগে চিনের তৈরি সাইনোফার্ম, ব্রিটেনের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, রাশিয়ার তৈরি স্পুটনিক ভি এবং চিনের তৈরি ক্যানসিনো বায়ো ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে পাকিস্তান।