নয়াদিল্লি: একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, তৃতীয় বার কেন্দ্রে ফের সরকার গড়লেন নরেন্দ্র মোদি। রবিবার তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। তাঁর সঙ্গে শপথ নিলেন ৭২ জন মন্ত্রীও (Modi Cabinet 2024)। স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলি যদিও নিজেদের দখলেই রেখেছেন কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। তবে NDA শরিকরাও এবার মোদির মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। পশ্চিমবঙ্গ বিজেপি থেকে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর মোদির তৃতীয় মন্ত্রিসভায় জায়গা পেলেন এবার। (Modi Cabinet Complete List)
রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন ৩০ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন পাঁচ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৩৬ জন। এবারে একক ভাবে ২৪০টি আসনে জয়ী হয় বিজেপি। অর্থাৎ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ছিল না তাদের কাছে। এর ফলে শরিক দলগুলির সঙ্গে হাত মিলিয়ে জোট সরকার গড়তে হয়েছে। তাদের অনেককেও দিতে হয়েছে মন্ত্রিত্ব।
এবারে মোদির মন্ত্রিসভায় কে কে জায়গা পেলেন দেখে নিন সম্পূর্ণ তালিকা-
পূর্ণ মন্ত্রী
১) নরেন্দ্র মোদি (বিজেপি)
২) রাজনাথ সিংহ (বিজেপি)
৪) নিতিন গডকড়ী (বিজেপি)
৫) জেপি নাড্ডা (বিজেপি)
৬) শিবরাজ সিংহ চৌহান (বিজেপি)
৭) নির্মলা সীতারামন (বিজেপি)
৮) এস জয়শঙ্কর (বিজেপি)
৯) মনোহরলাল খট্টর (বিজেপি)
১০) এইচডি কুমারস্বামী (বিজেপি)
১১) পীযূস গয়াল (বিজেপি)
১২) ধর্মেন্দ্র প্রধান (বিজেপি)
১৩) জিতন রাম মাঝি (হিন্দুস্তান আওয়ামি মোর্চা)
১৪) রাজীব রঞ্জন সিংহ ওরফে লালন সিংহ (সংযুক্ত জনতা দল)
১৫) সর্বানন্দ সোনোয়াল (বিজেপি)
১৬) বীরেন্দ্র কুমার (বিজেপি)
১৭) কিঞ্জারাপু রামমোহন নায়ডু (তেলুগু দেশম পার্টি)
১৮) প্রহ্লাদ জোশী (বিজেপি)
১৯) জুয়েল ওরাঁও (বিজেপি)
২০) গিরিরাজ সিংহ (বিজেপি)
২১) অশ্বিনী বৈষ্ণব (বিজেপি)
২২) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (বিজেপি)
২৩) ভূপেন্দ্র যাদব (বিজেপি)
২৪) গজেন্দ্র সিংহ শেখাওয়াত (বিজেপি)
২৫) অন্নপূর্ণা দেবী (বিজেপি)
২৬) কিরেণ রিজিজু (বিজেপি)
২৭) হরদীপ সিংহ পুরী (বিজেপি)
২৮) মনসুখ মাণ্ডবীয় (বিজেপি)
২৯) জি কিষেণ রেড্ডি (বিজেপি)
৩০) চিরাগ পাসোয়ান (লোক জনশক্তি পার্টি-রামবিলাস)
৩১) সিআর পাটিল (বিজেপি)
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত
৩২) রাও ইন্দ্রজিৎ সিংহ (বিজেপি)
৩৩) জিতেন্দ্র সিংহ (বিজেপি)
৩৪) অর্জুনরাম মেঘওয়াল (বিজেপি)
৩৫) প্রতাপরাও গণপতরাও জাধব (শিবসেনা-একনাথ শিন্ডে)
৩৬) জয়ন্ত চৌধুরী (রাষ্ট্রীয় লোক দল)
প্রতিমন্ত্রী
৩৭) জিতিন প্রসাদ (বিজেপি)
৩৮) শ্রীপদ ইয়েসোনায়েক (বিজেপি)
৩৯) পঙ্কজ চৌধরি (বিজেপি)
৪০) কৃষ্ণপাল গুর্জর (বিজেপি)
৪১ রামদাস আঠাওয়ালে (রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া-রামদাস)
৪২) রামনাথ ঠাকুর (সংযুক্ত জনতা দল)
৪৩) নিত্যানন্দ রাই (বিজেপি)
৪৪) অনুপ্রিয়া পটেল (আপনা দল-সোনেলাল)
৪৫) ভি সোমান্না (বিজেপি)
৪৬) চন্দ্রশেখর পেম্মাসানি (তেলুগু দেশম পার্টি)
৪৭) এসপি সিংহ বাঘেল (বিজেপি)
৪৮) শোভা করন্দলাজে (বিজেপি)
৪৯) কীর্তি বর্ধন সিংহ (বিজেপি
৫০) বি এল বর্মা (বিজেপি)
৫১) শান্তনু ঠাকুর (বিজেপি)
৫২) সুরেশ গোপী (বিজেপি)
৫৩) এল মুরুগান (বিজেপি)
৫৪) অজয় টামটা (বিজেপি)
৫৫) সঞ্জয় কুমার (সংযুক্ত জনতা দল)
৫৬) কমলেশ পাসোয়ান (বিজেপি)
৫৭) ভগীরথ চৌধরি (বিজেপি)
৫৮) সতীশচন্দ্র দুবে (বিজেপি)
৫৯) সঞ্জয় শেঠ (বিজেপি)
৬০) রবনীত সিং বিট্টু (বিজেপি)
৬১) দুর্গাদাস উইকে (বিজেপি)
৬২) রক্ষা নিখিল খাড়সে (বিজেপি)
৬৩) সুকান্ত মজুমদার (বিজেপি)
৬৪) সাবিত্রী ঠাকুর (বিজেপি)
৬৫) তোখন সাহু (বিজেপি)
৬৬) রাজভূষণ চৌধরি (বিজেপি)
৬৭) ভূপতি রাজু শ্রীনিবাসন বর্মা (বিজেপি)
৬৮) হর্ষ মালহোত্র (বিজেপি)
৬৯) মুরলিধর মহোল (বিজেপি)
৭০) নিমুবেন বমভানিয়া (বিজেপি)
৭১) পবিত্র মার্গারিটা (বিজেপি)
৭২) জর্জ কুরিয়েন (বিজেপি)