নয়াদিল্লি: কেন্দ্রে তৃতীয় বারের জন্য সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi 3.0)। রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা তাঁর। সেই উপলক্ষে ইতিমধ্যেই অন্য দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণপত্র পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। পড়শি দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপালের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে শপথগ্রহণে অংশ নেওয়ার জন্য। আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে মরিশাসেও। (কাল দিল্লি পৌঁছচ্ছেন হাসিনা, শপথগ্রহণ অনুষ্ঠানে পড়শি দেশগুলিকে গুরুত্ব মোদির)


শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘেকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মোদি। ফোনে দু'জনের মধ্যে কথা হয়েছে, মোদিকে রনিল অভিনন্দনও জানিয়েছেন বলে খবর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও ফোনে কথা হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন হাসিনা। শুক্রবার দিল্লি এসে পৌঁছতে পারেন তিনি। রনিলও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে মোদি পড়শি দেশগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন, তাই সবার আগে ওই সব দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি শুরু হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।


ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ যুগনাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল 'প্রচণ্ড'কেও আমন্ত্রণ জানানো হবে। বৃহস্পতিবার সরকারি ভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সোদি আরব, সংযুক্ত আমিরশাহি এবং মধ্য এশিয়ার দেশগুলিতেও আমন্ত্রণপত্র পাঠানোর তোড়জোড় চলছে বলে খবর। তৃতীয় দফার জন্য ইতিমধ্যেই মোদিকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


আরও পড়ুন: Abhishek Banerjee: দিল্লিতে অখিলেশের বাড়ি অভিষেক! বাইরে এসে আপ্যায়ন খোদ সপা প্রধানের


ইজরায়েল, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, মায়ানমার, ইরান, মালয়েশিয়া, স্পেন, ইউক্রেন, সিঙ্গাপুর থেকেও অভিনন্দনবার্তা এসেছে। চিনও শুভেচ্ছা জানিয়েছে মোদিকে। সাম্প্রতিক কালে ভারত এবং মলদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন দেখা গেলেও, দেশের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুও মোদিকে অভিনন্দন জানিয়েছেন। 


২০১৪, ২০১৯ সালের পর ২০২৪ সালে আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মোদি। একার জোরে লোকসভা নির্বাচনে ম্যাজিক সংখ্যায় পৌঁছতে পারেনি বিজেপি। তবে শরিক দলগুলির দৌলতে বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের ২৯৩টি আসন পেয়েছে। অর্থাৎ ১০ বছর আবারও কেন্দ্রে জোট সরকার গঠিত হতে চলেছে। তেলুগু দেশম পার্টি, সংযুক্ত জনতা দল মোদির পাশে দাঁড়িয়েছে। এর আগে, ২০১৪ সালে মোদির শপথগ্রহণে উপস্থিত ছিলেন SAARC-এর প্রতিনিধিরা। ২০১৯ সালে BIMSTEC-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।