নয়াদিল্লি: নরেন্দ্র মোদিকে সামনে রেখেই এগোবে NDA । সর্বসম্মতি ক্রমে নির্বাচিত হলেন তিনি। আর তারপর তাঁর মুখে শোনা গেল কখনও আগামী ১০ বছর, কখনও আবার আগামী ২৫ বছরের পরিকল্পনা। সেই সঙ্গে তিনি বিঁধলেন বিরোধীদেরও। এবার মোদির স্লোগান অনুসারে ৪০০ পার তো হয়ইনি। ম্যজিক ফিগারও একা ছুঁতে পারেনি একা-বিজেপি। তাই শরিকদের উপর ভরসা রেখেই তাঁকে নতুন সরকার গড়ার পথে এগোতে হচ্ছে। তবে ফলাফল বেরনোর পর থেকেই যেভাবে মোদি সরকারের 'খারাপ ফল' নিয়ে বিদ্রুপ উড়ে এসেছে বিরোধীদের থেকে তারও জবাব দিলেন মোদি। 


 



'এনডিএ সবথেকে মজবুত জোট সরকার'




    মোদি বললেন, 'দুদিন এমনভাবে চলল যেন আমরা হেরে গেছি। এনডিএ সবথেকে মজবুত জোট সরকার। কিন্তু এর গায়ে কালি লাগানোর সবরকম চেষ্টা হয়েছে। দেশের মানুষ জানে আমরা হারিনি, হারব না। কিন্তু জিতলেও আমরা উন্মাদ হয়ে যাইনি। আমরা পরাজিতদের কখনও উপহাসও করিনা'


 



কংগ্রেসকে কটাক্ষ, NDA কে নতুন নাম




    কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বললেন 'দশ বছর পরেও কংগ্রেস মানুষের আস্থা অর্জন করতে পারেনি। ২০১৪, ২০১৯, ২০২৪, - গত তিনটে নির্বাচনে কংগ্রেস মোট যত আসন পেয়েছে, আমরা এবারেই তার থেকে বেশি পেয়েছি। আমি আশা করব বিরোধী সাংসদরা সংসদ চালানোয় সাহায্য করবেন'। সেই সঙ্গে তিনি বললেন, আগামী দিনে এনডিএ-র পাখির চোখ হবে শুধমাত্র দেশের উন্নয়ন। '২০২৪-এ মানুষের রায়ে বোঝা গেছে আম-জনতা শুধুমাত্র এনডিএ-র ওপরেই আস্থা রেখেছে। নিউ ইন্ডিয়া ডেভেলপড ইন্ডিয়া, অ্যাসপিরেশন ইন্ডিয়া- এটাই এখন এনডিএ'


 



৭০ বছরের বেশি বয়সের মানুষদের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি




    তৃতীয়বার সরকার গড়ার দাবি পেশ করার আগেই মোদি আবারও প্রতিশ্রুতি দিলেন দেশকে। বললেন, 'আমরা যা প্রতিশ্রুতি দিই সেই অনুযায়ী কাজ করি। সেজন্য ৩ কোটি মানুষকে ঘর দেওয়া হয়েছে। আরও ৪ কোটি মানুষকে ঘর দেওয়া হবে। ৭০ বছরের বেশি বয়সের মানুষদের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা দেওয়া হবে। গরিব আর মধ্যবিত্তদের উন্নতিই আমাদের মূল লক্ষ্য '


 



পথ দেখাবে ওড়িশা, বললেন মোদি




    ওড়িশায় ১৪৭ আসনের বিধানসভা আসনে বিজেপি জিতেছে ৭৮টি আসন। ওড়িশা বিজয় প্রসঙ্গ টেনে মোদি বলেন, 'আমি সবসময় এটাই মেনে আসি যে গরিবের দেবতা মহাপ্রভু জগন্নাথ। আগামী ২৫ বছরে ওড়িশা দেশের বিকাশে একদম সামনের সারিতে থাকবে'। মোদির কথায়, জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়েই গরিবদের জন্য কাজ করে যাব, পথ দেখাবে ওড়িশা।


 



ইন্ডিয়া জোটকে কটাক্ষ মোদির




    ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে মোদি বললেন, 'একদিকে জোট হয়েছে অন্যদিকে আবার পরস্পরের বিরুদ্ধে লড়ছে। এরমধ্যেই বলতে শুরু করেছে নির্বাচনের জন্য জোট হয়েছিল এখন আর নেই। নির্বাচনে ভোট পাওয়ার জন্য নানারকম প্রতিশ্রুতি দিয়েছিল। এখন মানুষ কংগ্রেসের পার্টি অফিসের দরজায় ধর্না দিচ্ছে আর তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা যা প্রতিশ্রুতি দিই সেই অনুযায়ী কাজ করি'


 



'কমিশনের ঘাড়ে দোষ দেওয়ার চেষ্টা বিরোধীদের'







          'তুচ্ছ বিষয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে




সুপ্রিম কোর্ট


        এর দ্বারস্থ হয়েছে বিরোধীরা, যাতে নির্বাচনের ফল যাই-ই হোক এই কমিশনের ঘাড়ে দোষ দেওয়ার ষড়যন্ত্র সফল হয়। বিরোধীরা শুধু নির্বাচন কমিশন নয় আধার থেকে শুরু করে সর্ববিষয়ে বিরোধিতা করেছে' ফের একবার বিরোধী জোটকে কটাক্ষ মোদির।




 



সংসদে নিরপেক্ষ থাকার বার্তা মোদির




    'সদনে সব দলের প্রতিনিধিই আমার কাছে সমান। লোকসভা হোক বা রাজ্যসভা, আমাদের কাছে সবাই সমান। এই কারণেই এনডিএ এগিয়েছে। সবাইকে আলিঙ্গন করতে আমরা পিছপা হই না। ২০২৪-এ যে ভাবনায় কাজ করেছি, শুধু ফটোসেশনের জন্য নয়, তৃণমূলস্তরে কাজ করতে পারার কারণেই অর্গ্যানিক অ্যালায়েন্স তৈরির ক্ষমতা দিয়েছে। যাহা কম, উঁহা হম, কার্যকর্তারা সেটাই দেখিয়েছেন। তাই জয় এসেছে।'


 



'গত ১০ বছরের কাজ ট্রেলার মাত্র'




    মোদি এদিন বলেন, 'আগেই বলেছিলাম, গত ১০ বছরের কাজ ট্রেলার। এবার আরও তেজ গতিতে কাজ হবে। এনডিএ - নিউ ইন্ডিয়া, ডেভলপড ইন্ডিয়া, অ্যাসপিরেশনাল ইন্ডিয়া। আমাদের কাছে রোড ম্যাপও আছে। এনডিএ সব সময় সংস্কারে বিশ্বাসী। মজবুত সরকার তৈরির সুযোগ মিলেছে। '


 



'আমার জন্য জন্ম, ওয়ান লাইফ, ওয়ান মিশন, সেটা হল ভারত মাতা'




    'আমি ২৪X৭ অ্যাভেলেবেল। দেশবাসীর আশা-আকাঙ্খা পূরণে কোনও ত্রুটি রাখব না। আমার জন্য জন্ম, ওয়ান লাইফ, ওয়ান মিশন। সেটা হল ভারত মাতা। এই মিশন হল ১৪০ কোটি দেশবাসীর কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া।' আশ্বাস দিলেন মোদি


আরও পড়ুন :


আমন্ত্রণ তালিকায় চমক ! মোদির শপথগ্রহণে নেমন্তন্ন পেয়েছেন বহু সাফাইকর্মী থেকে নির্মাণকর্মী