নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় এবার ছয় প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন কেন্দ্রীয়মন্ত্রী পদে তাঁরা শপথ নেন। ৩০ জনের মন্ত্রিসভার তালিকায় রয়েছেন- মধ্যপ্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, হরিয়ানার দুইবারের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজনাথ সিংহ ও অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এছাড়া NDA-র শরিক দলগুলির মধ্যে থেকে থাকছেন- জিতন রাম মাঝি ও এইচ ডি কুমারস্বামী। যাঁরা সাময়িক সময়ের জন্য যথাক্রমে বিহার ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী থেকেছেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদিও গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন।


এদিন নরেন্দ্র মোদির শপথ-গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন বিভিন্ন জগতের নামী-দামি ব্যক্তিত্বরা। বিনোদন জগৎ থেকে শিল্প মহলের তাবড় তাবড় প্রতিনিধি হাজির হন। ছিলেন  মুকেশ আম্বানি হয়ে গৌতম আদানি, বলিউডের বাদশা শাহরুখ খান থেকে অক্ষয় কুমাররা। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে মোদির পরনে ছিল সাদা কুর্তা ও চুড়িদার, হাফ নীল জ্যাকেট ও কালো জুতো। মোদির শপথে শামিল হলেন বিদেশের একাধিক রাষ্ট্রনেতা। ছিলেন- নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল 'প্রচণ্ড', শ্রীলঙ্গার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আতিফ প্রমুখ।


ছিলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, টিডিপি প্রধান ও অন্ধ্রপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলা চন্দ্রবাবু নায়ডু, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রমুখ।


বিজেপির শরিকরা এদিন NDA সরকারে শামিল হলেন। রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে শরিক দলের যাঁরা যাঁরা শপথ নিলেন তাঁদের মধ্যে সবার প্রথমে ছিলেন JD (সেকুলার) ও কর্ণাটকের প্রাক্তন মুখ্য়মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তাঁর পাশাপাশি একে একে শপথ নেন বিজেপির একাধিক বড় মুখ। সেই তালিকায় রয়েছেন- রাজনাথ সিংহ, অমিত শাহ, নীতিন গড়করি, জে পি নাড্ডারা।


বিজেপির শরিক দলগুলির মধ্যে দ্বিতীয়জন যিনি শপথ নেন তিনিও প্রাক্তন মুখ্যমন্ত্রী। হিন্দুস্তানি আওয়ামি মোর্চার (সেকুলার)  নেতা ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি। প্রসঙ্গত, JD (সেকুলার) যেখানে এবার লোকসভা ভোটে ২টি আসনে জিতেছে, সেখানে জিতন রাম তাঁর দলের একমাত্র প্রতিনিধি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।