ভুবনেশ্বর: বুধবার ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বিজেডি প্রধান নবীন পট্টনায়েক। সেই অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদিকে।


বুধবার সকাল সাড়ে দশটায় পঞ্চমবারের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন পট্টনায়েক। তাঁর দলের তরফ থেকে জানানো হয়েছে যে, শপথগ্রহণ অনুষ্ঠানে মোদিকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

মোদিকে আমন্ত্রণের বিষয়টি বিশেষ তাৎপর্যপর্ণ হয়ে উঠেছে কারণ, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচারে ওড়িশায় গিয়ে মোদি আগাম ঘোষণা করেছিলেন যে, সে রাজ্যে বিজেপি সরকার গঠিত হবে এবং নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি থাকবেন। যার পাল্টা হিসাবে পট্টনায়েক একটি জনসভায় বলেছিলেন যে, তিনিই ফের নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হবেন এবং মোদিকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মোদিকে আমন্ত্রণ জানিয়ে কার্যত সেই বাগযুদ্ধের রেশই বজায় রাখলেন পট্টনায়েক। দেশে প্রবল বিজেপি ঝড়ের মধ্যেও তিনি যে নিজের গড় অক্ষত রাখতে পেরেছেন, সেই বার্তাও যেন মোদির কাছে নতুন করে পাঠালেন পট্টনায়েক।

প্রসঙ্গত, ওড়িশার বিধানসভা নির্বাচনে ১৪৭টি আসনের মধ্যে ১১২টি আসনই জিতেছিল বিজেডি। বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র ২৩টি আসন। কংগ্রেস ৯টি এবং সিপিএম একটি আসন পেয়েছিল।