এবারের বিশ্বকাপের টিকিট কেটেছেন এক লক্ষেরও বেশি মহিলা, জানাল আইসিসি
Web Desk, ABP Ananda | 27 May 2019 06:25 PM (IST)
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। ১০টি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল হবে। সবমিলিয়ে এবার বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ।
লন্ডন: এবারের বিশ্বকাপের টিকিট কেটেছেন এক লক্ষেরও বেশি মহিলা। দু’লক্ষেরও বেশি দর্শক এবারই প্রথম গ্যালারিতে বসে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ দেখবেন। এমনই জানিয়েছেন টুর্নামেন্ট ডিরেক্টর স্টিভ এলওর্দি। তিনি আশাপ্রকাশ করেছেন, বিশ্বকাপ দেখে অনুপ্রাণিত হয়ে অনেক শিশুই ক্রিকেট খেলা শুরু করবে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। ১০টি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল হবে। সবমিলিয়ে এবার বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ। এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে এলওর্দি বলেছেন, ‘এবার এক লক্ষ ১০ হাজার মহিলা বিশ্বকাপের টিকিট কেটেছেন। এক লক্ষ অনূর্ধ্ব-১৬ কিশোর-কিশোরী বিশ্বকাপ দেখতে আসছে। দু’লক্ষেরও বেশি দর্শক এবারই প্রথম বিশ্বকাপের টিকিট কেটেছেন। এতে আমি খুব খুশি। পরবর্তী প্রজন্ম মাঠে বসে ম্যাচ দেখার অভিজ্ঞতা অর্জন করুক, এটাই চাই।’