Panchayat Poll 2023 : দলীয় প্রার্থীর হয়ে প্রচার ঘিরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ দত্তপুকুরে, জখম ৩

Barasat Hospital : সংঘর্ষে দু'পক্ষের তিনজন জখম হয়ে বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

Continues below advertisement

সমীরণ পাল, দত্তপুকুর : দলীয় প্রার্থীর হয়ে প্রচার করাকে কেন্দ্র করে দত্তপুকুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ (Duttapukur Clash Within TMC)। এই আসনে প্রাক্তন পঞ্চায়েত সদস্য রীণা দাস টিকিট পাননি। তৃণমূলের তরফ থেকে অসীমা দাসকে টিকিট দেওয়া হয়েছে। গতকাল রীণা দাসের অনুগামীরা পোস্টার লাগিয়েছিলেন। রাতে অসীমা দাসের স্বামী এবং তাঁর অনুগামীরা সেগুলো ছিঁড়ে ফেলেন। তারপর দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে দু'পক্ষের তিনজন জখম হয়ে বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Continues below advertisement

এর আগে দত্তপুকুরের পশ্চিম খিলকাপুরে টিকিট-বিবাদে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির বাড়ি-গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তৃণমূল নেতার বাবা-ভাইকে মারধরের অভিযোগ ওঠে দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। প্রাক্তন বুথ সভাপতি কালাম হোসেনের বাবা ও ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূল নেতার পরিবারের দাবি, পঞ্চায়েত ভোটের টিকিট-বিবাদেই এই হামলা। যদিও হামলা-যোগ অস্বীকার করেন তৃণমূল নেতৃত্ব। 

এই জেলায় ভোটপর্বে তৃণমূলে অন্তর্দ্বন্দ্বের ছবি দেখা গেছে আগেও। নেতা কেন টিকিট পাননি, এই প্রশ্ন তুলে প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেন ৩১ জন তৃণমূল প্রার্থী ! নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী। আদালতের নির্দেশ চাকরি গেছে একাধিক তৃণমূল নেতার আত্মীয়ের। সেই ইস্যুকে হাতিয়ার করে পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে বিরোধীরা। OMR শিট কেলেঙ্কারিতে নাম জড়ায় তৃণমূল পরিচালিত বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ মহম্মদ ঈশা সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লার। আদালতের নির্দেশ চাকরি যায় তাঁর। এবারের পঞ্চায়েত ভোটে এই ঈশা সর্দারকে জেলা পরিষদের টিকিট দিয়েও তা প্রত্যাহার করে নেয় তৃণমূল। এনিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতার অনুগামীরা। প্রার্থীপদ প্রত্যাহার করার হুমকি দেন কোটরা পঞ্চায়েতের ২৮ জন তৃণমূল প্রার্থী ও বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির ৩ প্রার্থী।

এপ্রসঙ্গে বারাসাতের (১) তৃণমূলের ব্লক সভাপতি রবিউল ইসলাম বলেছিলেন, 'সবার আগে দল। দলের সিদ্ধান্ত মানা উচিত। ভুলভ্রান্তি থাকতে পারে। কিন্তু, সেটা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।' নিয়োগ দুর্নীতিতে ছেলের চাকরি যাওয়াতেই কি ঈশা সর্দারকে টিকিট দেয়নি তৃণমূল ? পঞ্চায়েত ভোটের তা নিয়ে তুঙ্গে ওঠে জল্পনা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

Continues below advertisement
Sponsored Links by Taboola