সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দলের চাপে মনোনয়ন প্রত্যাহারের পর, এবার উত্তর ২৪ পরগনার আমডাঙায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের গাড়িতে আগুন। দল টিকিট না দিলেও মনোনয়ন জমা দিয়েছিলেন চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য আবদুল আলিম। পরে দলের চাপে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি। গতকাল তাঁর গাড়িতে আগুন লেগে যায়। তৃণমূল নেতা দুষকৃতীদের দিকে আঙুল তুললেও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তাঁর দল। তবে কাদের বিরুদ্ধে অভিযোগ তা স্পষ্ট করেনি। 


মনোনয়ন ঘিরে ধুন্ধুমার: গত কয়েকদিনে দিকে দিকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছিল বিরোধীদের। এবার, মনোয়ন প্রত্য়াহারের জন্য় চাপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এর পর একটি ভিডিও প্রকাশ্য়ে এনে বিজেপি দাবি করে, পটাশপুর ২ নম্বর ব্লকের পাণিনালা গ্রামে, বাড়িতে এসে বিজেপি প্রার্থীকে মনোনয়ন তুলে নিতে চাপ দেয় স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। সঙ্গে চলে গালিগালাজ। প্রত্য়েকের মুখে গামছা-কাপড় বাধা। প্রাণহানির হুমকি দেয় বলেও অভিযোগ। ঘটনার পর থেকেই গ্রামছাড়া বিজেপি প্রার্থী।


রিপোর্ট তলব করে হাইকোর্টের: মনোনয়নপর্ব চলাকালীন, ক্য়ানিংয়ে অশান্তির ঘটনায় রাজ্য় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এপ্রসঙ্গে বিস্ময়প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, একজন বিরোধী প্রার্থীরও ইচ্ছে হয়নি মনোনয়ন জমা দিতে? সোমবারের মধ্য়ে কমিশনকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। 


ক্য়ানিং ১ নম্বর ব্লকে অশান্তির ঘটনায় এবার, রাজ্য় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করে হাইকোর্ট। সোমবারের মধ্য়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিছুদিন আগেই মনোনয়ন-কোন্দল ঘিরে, গত বুধবার এমনই রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং!


পুলিশের সামনেই দিনভর লাঠি হাতে দাপিয়ে বেড়ায় তৃণমূলেরই দুই গোষ্ঠী! গুলিবিদ্ধ হন দু'জন তৃণমূলকর্মী, রক্ত ঝরে পুলিশেরও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, সন্ত্রাস-বিদ্ধ ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্য়পাল সিভি আনন্দ বোস। সুবীর সান্য়াল নামে এক আইনজীবী এনিয়ে আদালতে মামলা রুজু করেন। 


তাঁর দাবি, ক্য়ানিং ১ নম্বর ব্লকের ৩০টি গ্রাম পঞ্চায়েত ও ১০টি সমিতির ২৭৪টি পদে বিরোধী রাজনৈতিক দলের কোনও প্রতিনিধিকেই মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। ২৭৪ জন প্রার্থীর কেউ মনোনয়ন জমা দিতে পারেন নি! এরই প্রেক্ষিতে, শুক্রবার বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, একজন বিরোধী প্রার্থীরও ইচ্ছে হয়নি মনোনয়ন জমা দিতে? এনিয়ে সোমবারের মধ্য়ে রাজ্য় নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।