দেগঙ্গা: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে সংঘর্ষের বলি আরও এক। এবার রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার (North 24 Parganas Nws) দেগঙ্গা (Deganga News)। দেগঙ্গায় বোমা মেরে স্কুল ছাত্রকে খুনের অভিযোগ। কর্মিসভা থেকে ফেরার সময় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। হামলার অভিযোগ সিপিএম-আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীর স্কুল পড়ুয়া ছেলেকে বোমা ও গুলি চালিয়ে খুনের অভিযোগ। প্রতিবাদে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। তবে এই নিয়ে ১৬ জনের প্রাণ ঝরল এবছর পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত, যা নিয়ে উদ্বেগ সব স্তরে। 


CPM-ISF মিছিল থেকে গুলি, বোমা ছোড়া হয় বলে অভিযোগ


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় মিছিল করে গ্রামে ফিরছিলেন তৃণমূল সমর্থকরা। সেই সময় নির্দল প্রার্থীর  সমর্থনে মিছিল করে যাচ্ছিল সিপিএম এবং আইএসএফ। সেই মিছিল থেকে তৃণমূলকে লক্ষ্য করে বোমা, গুলি ছোড়া হয় বলে অভিযোগ। তাতে মিছিলে থাকা একাদশ শ্রেণির ওই ছাত্র, তৃণমূল নেতার ছেলে লুটিয়ে পড়েন রাস্তায়। তাতে হুড়োহুড়ি পড়ে যায় চারিদিকে। 


রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে তড়িঘড়ি বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বিষয়টে মুখে মুখে ছড়িয়ে পড়তে সময় লাগেনি।  তাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তদের বাড়িতে তৃণমূলের কর্মী-সমর্থকরা চড়াও হন বলে অভিযোগ। তাঁদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ  সামনে এসেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রাতেই। দফায় দফায় অশান্তির খবর সামনে এসেছে।


আরও পড়ুন: Panchayat Elections 2023: 'রাজ্য়পাল পকেটমার টিমের সদস্য়', TMC-BJP গোপন আঁতাতের তত্ত্ব, বোসের সমালোচনা সেলিমের


রাত থেকে উত্তপ্ত দেগঙ্গা, নামানো হয় পুলিশ, RAF


এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। নামানো হয় RAF-ও। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। দলের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার জানান, স্কুল পড়ুয়া ওই কিশোরকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। ISF বোমা-গুলি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সেকথা পুলিশকে জানানো হয়েছে বলে জানান। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া জানায়নি ISF.