নয়াদিল্লি: কুয়েতকে খেতাবি লড়াইয়ে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি রেকর্ড নবমবার জিতে নিয়েছেন ভারতীয় ফুটবল। ম্যাচে নির্ধারিত সময়ে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরিনজুয়ালা ছাংতে (Lalrizuala Chhangte)। গোটা টুর্নামেন্ট জুড়েই তিনি দুরন্ত ফর্মে ছিলেন। তিনিই এ বছরে ভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে সিনিয়র পুরুষ দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।


মুম্বই সিটির হয়ে খেলা ছাংতে জেজে লালপেখলুয়ার পর মাত্র দ্বিতীয় মণিপুরী ফুটবলার হিসাবে বর্ষসেরা হওয়ার পুরস্কার জিতলেন। দৌড়ে ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার নাওরেম মহেশ সিংহ এবং লাল হলুদের হয়ে সদ্য সই করা নন্ধকুমার শেখরও ছিলেন। তবে তাঁদের পিছনে ফেলে ২৬ বছর বয়সি ছাংতেই সেরা পুরুষ খেলোয়াড় হওয়ার পুরস্কার জিতে নিলেন। তিনি এ মরশুমে ব্লু টাইগার্সের হয়ে ১৩ ম্যাচে তিনটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও দিয়েছেন। আইএসএলে মুম্বই সিটির হয়ে ২২টি ম্যাচ খেলে গত মরশুমে তিনি ১০টি গোল করার পাশাপাশি ছয়টি অ্যাসিস্টও দেন। সুপার কাপেও একটি গোল রয়েছে তাঁর দখলে। আর ডুরান্ড কাপে তো সাত ম্যাচে সাতটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্টও ছিল তাঁর কৃতিত্বে।


আকাশ মিশ্রকে (Akash Mishra) উদীয়মান পুরুষ ফুটবলারের পুরস্কার দেওয়া হয়েছে। হায়দরাবাদ এফসির হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করা মিশ্র কিন্তু জাতীয় দলের হয়েও লেফটব্যাক স্থানটা নিজের করে নিয়েছেন। প্রীতম কোটাল ও সন্দেশ ঝিঙ্গানের পর মাত্র তৃতীয় ডিফেন্ডার হিসাবে তিনি এই পুরস্কারটি জিতলেন। আর ওড়িশা এফসিকে প্রথম ট্রফি এনে দেওয়া ক্লিফোর্ড মিরান্ডা পান সেরা পুরুষ কোচের পুরস্কার। তাঁর তত্ত্বাবধানেই ওড়িশা এফসি সুপার কাপ জেতে।


মহিলাদের বিভাগে মণিশা কল্যান (Manisha Kalyan) সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। ২১ বছরের মণিশা। গত বছরই প্রথম ভারতীয় হিসাবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার কৃতিত্ব গড়েছিলেন তিনি। গত বছরও সেরা ফুটবলার হয়েছিলেন তিনিই। এ বছরও সেরার শিরোপা তাঁর দখলেই রইল। ১৬ বছরের শিলজি শাজিকে সেরা উদীয়মান মহিলা ফুটবলার পুরস্কার দেওয়া হয়। ভারতীয় অনূর্ধ্ব ১৭ দলের শিলজি সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে সর্বাধিক আটটি গোল করেছিলেন। সেই দলেরই কোচ প্রিয়া পারথি ভালাপ্পিল সেরা মহিলা কোচ নির্বাচিত হয়েছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস