নয়াদিল্লি: এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হতে না পেরে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন উত্তর-পশ্চিম দিল্লির বিদায়ী সাংসদ উদিত রাজ। কংগ্রেসে যোগ দিয়েই তাঁর দাবি, বিজেপি বোবা ও কালা দলিত নেতা চায়। কিন্তু তিনি তফশিলিদের বিষয়ে চুপ করে থাকতে পারেননি। গত বছর দলিতদের আনোদলনকে সমর্থন করেন তিনি। সেই কারণেই তাঁকে এবার টিকিট দেওয়া হয়নি।
এবার উত্তর-পশ্চিম দিল্লিতে উদিতের বদলে পঞ্জাবি সুফি গায়ক হংস রাজ হংসকে প্রার্থী করেছে বিজেপি। এরপরেই দল ছাড়েন উদিত। আজ সকালে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই কংগ্রেসে যোগ দিতে চাইছিলাম। রাহুল গাঁধী সেটা জানেন। আমি মিথ্যা বলি না। বিজেপি যদি আমাকে প্রার্থী করত, তাহলে আমি লড়াই করতাম। কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে সবাই বুঝতে পারছেন, বিজেপি কতটা দলতি-বিরোধী। আমার অপরাধ হল, দলিতদের উপর অত্যাচারের ধারা যখন বদলানো হল, তখন আমি বিজেপি-তে বোবা-কালা হয়ে থাকিনি। যদি বিজেপি-তে কেউ বোবা-কালা হয়ে থাকে, তাহলে তাকে প্রধানমন্ত্রী করা হতে পারে।’
উদিতের আরও দাবি, ‘২০১৪ সালের ২০ মে আমার সঙ্গে দেখা করতে আসেন রামনাথ কোবিন্দ। বিজেপি-র তফশিলি জাতি-উপজাতি মোর্চা নেতা বিবেক সোনকর এই ঘটনার সাক্ষী। তাঁর জন্য আমাকে কিছু করতে বলেন কোবিন্দজি। তিনি যখন টিকিট চেয়েছিলেন, তখন তাঁকে যোগ্য মনে করেনি বিজেপি। তিনি নীরব থাকার ফলে রাষ্ট্রপতি হতে পেরেছেন। আমি চুপ করে থাকলে হয়তো ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতাম।’
বিজেপি দলিত-বিরোধী, বোবা-কালা নেতা চায়, কংগ্রেসে যোগ দিয়ে দাবি উদিত রাজের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Apr 2019 08:46 PM (IST)
এবার উত্তর-পশ্চিম দিল্লিতে উদিতের বদলে পঞ্জাবি সুফি গায়ক হংস রাজ হংসকে প্রার্থী করেছে বিজেপি। এরপরেই দল ছাড়েন উদিত।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -