আইপিএল-এ কুলদীপের ফর্মের প্রভাব বিশ্বকাপে পড়বে না, আশাবাদী হরভজন
Web Desk, ABP Ananda | 24 Apr 2019 06:43 PM (IST)
‘অন্য কোনও ফর্ম্যাটের সঙ্গে টি-২০-র তুলনা করা যাবে না। একদিনের ক্রিকেট অন্যরকম। বিশ্বকাপে অন্য কুলদীপকে দেখা যাবে।’
নয়াদিল্লি: চলতি আইপিএল-এ কুলদীপ যাদব হঠাৎ ফর্ম হারিয়ে ফেললেও, বিশ্বকাপে তিনি ভাল পারফরম্যান্স দেখাবেন বলেই আশাবাদী অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিংহ। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে চেন্নাই সুপার কিংসের এই অফস্পিনার বলেছেন, ‘কোনও সন্দেহ নেই, আইপিএল-এ কুলদীপের খারাপ সময় যাচ্ছে। টি-২০ এমন একটি ফর্ম্যাট, যেখানে যে কোনও বোলারের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে। অন্য কোনও ফর্ম্যাটের সঙ্গে টি-২০-র তুলনা করা যাবে না। একদিনের ক্রিকেট অন্যরকম। বিশ্বকাপে অন্য কুলদীপকে দেখা যাবে।’ কুলদীপের পাশে দাঁড়িয়ে হরভজন আরও বলেছেন, ‘আমি ওর বোলিং দেখেছি। আমার মনে হয়েছে কোনও সমস্যা নেই। মনে রাখতে হবে, কারা কুলদীপের বলে মারছে। ভারতের ব্যাটসম্যানরাই ওকে বেশি মারছে। দু’টি ম্যাচে বিরাট (কোহলি), ময়ঙ্ক (অগ্রবাল), ম্যান্ডি (মনদীপ সিংহ), পৃথ্বী শ, শ্রেয়াস আয়ার, শিখর ধবনরা কুলদীপকে আক্রমণ করছে। বিরাটের কথা বাদ দিন। ও অন্য উচ্চতার ক্রিকেটার। অন্যান্য ভারতীয় ব্যাটসম্যানরাও বিদেশিদের তুলনায় স্পিন বোলিং ভাল খেলে। বিশ্বকাপে কুলদীপ যাদের বিরুদ্ধে বোলিং করবে, তারা ওর বল ভাল বুঝতে পারছে না। দরকার হলে বোলিংয়ে কিছু বদল আনুক কুলদীপ। অধিনায়কেরও ওকে পরামর্শ দেওয়া উচিত।’