গুরদাসপুর: বিরোধীরা যতই তাঁকে বহিরাগত বলে দাবি করুক না কেন, এতে গুরুত্ব দিচ্ছেন না গুরদাসপুরের বিজেপি প্রার্থী সানি দেওল। তিনি জানিয়েছেন, ‘আমি এই দল বেছে নিয়েছি কারণ নরেন্দ্র মোদিকে খুব পছন্দ করি। তিনি গত পাঁচ বছরে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আমাদের দেশের উন্নতি হয়েছে। এই সরকারের আমলে সারা বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আমাদের একজন শক্তিশালী নেতা দরকার।’


সানি আরও বলেছেন, ‘প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে আমার বাবার (ধর্মেন্দ্র) সম্পর্ক ছিল। আমার এখন মোদিজির সঙ্গে যোগাযোগের সুযোগ হয়েছে।’

বিরোধীদের সমালোচনার জবাবে বলিউডের এই বিখ্যাত অভিনেতা বলেছেন, ‘আমাকে লোকজন জিজ্ঞাসা করছে, আমি বহিরাগত কি না। আমি তাদের বলছি, আমি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য এখানে আসিনি। আমি এখানে মানুষের জন্য কাজ করতে এসেছি। আমি নিজের কাজ করব। আমার কাজ হল নিজের কেন্দ্র, মানুষকে বোঝা। আমি পঞ্জাবের মানুষ। বিরোধীরা যা খুশি বলতে পারে। তাতে আমার কিছু যায় আসে না।’

আজ রোড শো করেন সানি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি ও শিরোমণি অকালি দলের নেতারা। রাস্তার দু’পাশে থাকা লোকজনের উদ্দেশে হাত নেড়ে অভিবাদ জানানোর ফাঁকে এই অভিনেতা জানিয়েছেন, ‘মানুষ যেভাবে আমার প্রতি ভালবাসা দেখিয়েছেন, তাতে আমি অভিভূত। আমি দুঃখ দূর করে সবার মুখে হাসি ফোটাতে চাই। এটাই আমার চরিত্র। আমি রাজনীতিতে নতুন। তবে আমি জেদী। আমি লক্ষ্যপূরণ করতে চাই। ছবিতে অভিনয়ের সময় সেই চরিত্র অনুযায়ী সংলাপ বলি। বাস্তব জীবনে আমি সৎ, পরিশ্রমী ও আন্তরিক।’