ঘাটাল: চলতি লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণের আগে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দলীয় প্রার্থী ভারতী ঘোষের হয়ে প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেছেন, ‘ভারতের সংস্কৃতির অঙ্গ রাম। কেউ কি মানুষকে জয় শ্রীরাম বলতে বাধা দিতে পারেন? আমি মমতাদিদিকে প্রশ্ন করতে চাই, ভারতে যদি শ্রীরামের নাম না নেওয়া হয়, তাহলে কি পাকিস্তানে হবে?’
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, মমতার গাড়ি যাওয়ার সময় কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি দেয়। গাড়ি থেকে নেমে তাদের ধাওয়া করেন তৃণমূল নেত্রী। এই ঘটনার কথা উল্লেখ করেই আজ মমতাকে আক্রমণ করেন বিজেপি সভাপতি।
অমিত শাহ আরও বলেছেন, ‘এবারের লোকসভা নির্বাচনে বাংলায় ৪২টির মধ্যে ২৩টির বেশি আসন পাবে বিজেপি। এই নির্বাচন পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরানোর লড়াই। গত পাঁচ বছরে বাংলার জন্য ৪,২৪,৮০০ কোটি টাকা দিয়েছে মোদি সরকার। কিন্তু সেই টাকা মানুষের কাছে পৌঁছয়নি। সব টাকাই সিন্ডিকেটের হাতে গিয়েছে। দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে বাংলার জন্য বরাদ্দ করা হয়েছিল মাত্র ১,৩২,০০০ কোটি টাকা।’
বিজেপি সভাপতির দাবি, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের তাড়ানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গেও এনআরসি করা হবে।
ভারতে না তো কি পাকিস্তানে ‘জয় শ্রীরাম’ বলা হবে? ঘাটালের জনসভায় মমতাকে নিশানা অমিত শাহের
Web Desk, ABP Ananda
Updated at:
07 May 2019 02:52 PM (IST)
বিজেপি সভাপতির দাবি, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের তাড়ানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গেও এনআরসি করা হবে।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -