আমি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই, মোদিই এই পদে থাকছেন, দাবি নীতীন গডকরির

গডকরির আরও দাবি, গত পাঁচ বছরে বিজেপি যে কাজ করেছে, সেটা ৫০ বছরেও করেনি কংগ্রেস।

Continues below advertisement
ভোপাল: তিনি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরি। তাঁর আরও দাবি, ২০১৪ সালের তুলনায় এবার বেশি আসন পাবে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই সর্বোচ্চ পদে থাকবেন। এবারের লোকসভা নির্বাচন প্রসঙ্গে গডকরি বলেছেন, ‘উন্নয়নই বিজেপি-র একমাত্র অ্যাজেন্ডা। আমরা দেশকে অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলার জন্য নির্বাচনে লড়াই করছি। আমি আগেও বলেছি, প্রধানমন্ত্রী প্রার্থী না। ২০১৪ সালের নির্বাচনের তুলনায় এবার বেশি আসন পাবে বিজেপি। নরেন্দ্র মোদি ফের প্রধানমন্ত্রী হবেন।’ গডকরির আরও দাবি, গত পাঁচ বছরে বিজেপি যে কাজ করেছে, সেটা ৫০ বছরেও করেনি কংগ্রেস।
Continues below advertisement
Sponsored Links by Taboola