চেন্নাই: বিশ্বকাপের আগে অলরাউন্ডার কেদার যাদবের চোট নিয়ে উদ্বেগে ভারতীয় দল। গতকাল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পান কেদার। তিনি প্লে-অফের ম্যাচে খেলবেন না বলে জানিয়েছেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং। কেদারের চোট কতটা গুরুতর সেটা এখনও জানা যায়নি। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না।


বিসিসিআই-এর পক্ষ থেকে আইপিএল-এর দলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যে ক্রিকেটাররা বিশ্বকাপের দলে আছেন, তাঁদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ভারতীয় দলের ক্রিকেটারদের চোট যাতে না লাগে, সেদিকে নজর দেওয়া হচ্ছে। সেই কারণেই কেদারকে প্লে-অফের ম্যাচে খেলানোর ঝুঁকি নিচ্ছে না চেন্নাই।

গতকালের ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ফ্লেমিং জানান, ‘সোমবার কেদারের চোটের জায়গায় এক্স-রে ও স্ক্যান করা হবে। আমরা ওর চোট সেরে যাওয়ার বিষয়ে আশাবাদী। তবে এই প্রতিযোগিতায় ও আর খেলবে বলে মনে হয় না। ওর কিছুটা অস্বস্তি হচ্ছে। ওর চোট কতটা, সে বিষয়ে নিশ্চিত হতে হবে। আশা করি চোট গুরুতর নয়। তবে দেখে খুব একটা ভাল মনে হচ্ছে না।’